কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যেই ধরা পড়বে ব্রেইন টিউমার, ইনটেলের অভিনব আবিষ্কার

সাধারণ মানুষের কাছে তো বটেই, চিকিৎসকদের কাছেও রীতিমতো আতঙ্কের একটি নাম টিউমার। কোভিড-১৯ আজ মহামারীতে পরিণত হয়েছে, কিন্তু মানুষের শরীরে বাসা বাঁধা টিউমার একটি দীর্ঘদিনের চ্যালেঞ্জ। প্রাথমিক অবস্থায় ধরা না পড়লে শল্যচিকিৎসা ছাড়া আর উপায় থাকে না। অথচ অধিকাংশ ক্ষেত্রেই তা ধরা পড়ে অনেক পরে। বিশেষ করে যদি ব্রেইন টিউমার হয়, তবে প্রাথমিক অবস্থায় শনাক্ত করার কাজটা বেশ শক্ত।

তবে এই কাজটাই যদি করে আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স? এমন অভিনব প্রযুক্তির পরিকল্পনাই করেছে ইনটেল চিপ মেকার কোম্পানি। আর এই কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে পেনসিলভানিয়ার 'পেন মেডিসিন' সংস্থা। ব্রেইনের মধ্যে জন্ম নেওয়া টিউমারকে প্রাথমিক অবস্থাতেই শনাক্ত করতে পারবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা।
আমেরিকার ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের তত্ত্বাবধানে একটি প্রকল্পের অধীনে কাজ শুরু করেছে এই দুই কোম্পানি। ইতিমধ্যে ইনটেল কোম্পানির ইঞ্জিনিয়াররা প্রয়োজনীয় অ্যালগরিদম তৈরি করে ফেলেছেন। এখন প্রয়োজন কিছু স্যাম্পেল ডেটার সাহায্যে সেই অ্যালগরিদমকে উন্নত করে তোলা।

এই পদ্ধতিকে প্রযুক্তির ভাষায় বলা হয় ফেডারেটেড লার্নিং আর্কিটেকচার। পৃথিবীর নানা প্রান্তের রোগীদের বিভিন্ন উপসর্গ চিহ্নিত করে তার সাহায্যে এই যান্ত্রিক পদ্ধতিটি তৈরি করা হবে। তবে কোনো রোগীর ব্যক্তিগত তথ্য ইনটেল কোম্পানি সংরক্ষণ করবে না বলে জানিয়েছেন আধিকারিকরা। অবশ্য এই বিপুল পরিমাণ তথ্য পৃথিবীর কোনো একটি সংস্থার কাছে নেই। তাই এই প্রকল্পের জন্য গাঁটছড়া বাঁধতে চলেছে পৃথিবীর ২৯টি গবেষণা সংস্থা। সেই তালিকায় আমেরিকা, ইংল্যান্ড, জার্মানির পাশাপাশি আছে ভারতের কয়েকটি সংস্থাও।

ইতিপূর্বে এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে ডায়াবেটিস, সিরোসিস প্রভৃতি রোগের উপসর্গ শনাক্তকরণের চেষ্টা করা হয়েছে। তবে নানা দেশে এইসব রোগীদের তথ্যের মধ্যে কোনো গাণিতিক সাদৃশ্য খুঁজে পাওয়া সম্ভব হয়নি।

ব্রেইন টিউমারের ক্ষেত্রে এই প্রযুক্তি কি সফল হবে? যদি সাফল্য আসে তাহলে অবশ্যই সেটা চিকিৎসাবিজ্ঞানের জগতে এক ঐতিহাসিক পরিবর্তন ঘটাবে। সেইসঙ্গে বহু রোগী প্রাথমিক অবস্থাতেই চিকিৎসার সুযোগ পাবেন। তাই এই প্রকল্পের সাফল্যের জন্য সচেষ্ট গবেষণার সঙ্গে জড়িত প্রতিটি ব্যক্তিই। আর গবেষণা সফল হলে এই বছর থেকেই কাজ শুরু করা হবে বলে জানিয়েছে ইনটেল কোম্পানি।

Latest News See More