তখনও আঠেরো পেরোয়নি তাঁর বয়স। ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও এতটুকু ভয় কাঁপাতে পারেনি তাঁকে। ফাঁসির দড়িতে মোম লাগানো হয় কেন, সেই প্রশ্ন করেই জল্লাদকে অবাক করে দিয়েছিলেন। হ্যাঁ, দেশের জন্য প্রাণ দেওয়া কনিষ্ঠতম শহীদ ক্ষুদিরাম বসুর কথাই হচ্ছে। এবার তাঁকে দেখা গেল এক সাম্প্রতিক ওয়েবসিরিজে। কিন্তু যেভাবে উপস্থাপিত হলেন তিনি, তা বাঙালি অবমাননার পক্ষে যথেষ্ট।
জি-৫ এর সাম্প্রতিক এক ওয়েব সিরিজ ‘অভয়-২’ তে ফুটে উঠল তাঁর মুখ। তবে আশ্চর্যের, কোনো স্বাধীনতা সংগ্রামী নয়, তাঁকে সম্পূর্ণ ভিন্নভাবে উপস্থাপন করা হল। ক্ষুদিরাম বসুকে দেখানো হল একজন অপরাধী হিসাবেই।
সাম্প্রতিক সময়ের প্রেক্ষাপটে নির্মিত এই ওয়েব সিরিজের সঙ্গে স্বাধীনতা সংগ্রামের কোনো মিল নেই। এই থ্রিলার সিরিজের মূল চরিত্র পুলিশ অফিসার অভয় প্রতাপ সিংয়ের ভূমিকায় অভিনয় করেছেন কুনাল খেমু। ‘অভয় ২’ সিরিজের দ্বিতীয় পর্বে সাড়ে ছাব্বিশ মিনিট থেকে সাড়ে আঠাস মিনিটে কুনাল খেমুকে দেখা যায় এক অপরাধীকে জেরা করতে। আর তার পাশেই একটি ড্যাশবোর্ডে বেশ কয়েকজন আসামির সঙ্গেই ঝোলানো শহীদ ক্ষুদিরাম বসুর ছবিও।
গতকাল স্বাধীনতা দিবসের দিনেই প্রকাশিত এই দ্বিতীয় পর্বে স্বাধীনতা সংগ্রামেরই এক শহীদ যোদ্ধাকে এই ভূমিকায় দেখানো কার্যত অবমাননাই। সারা দেশে যখন ‘দেশপ্রেম’ আর ‘দেশদ্রোহিতা’ একটা খেলা চলেই যাচ্ছে অবিরত। তখন ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে এই ভুল কীভাবে এড়িয়ে গেল প্রযোজকদের চোখ, সে-প্রশ্ন থেকেই যায়। আরও উল্লেখযোগ্যভাবেই পরিচালক কেন ঘোষ একজন বাঙালি। তাছাড়াও সিরিজে রয়েছে বেশ কিছু বাঙালি অভিনেতা। প্রশ্ন উঠছে তাঁদের সচেতনতা নিয়েও। যেখানে বার বার রাষ্ট্রশক্তি এবং হিন্দি আধিপত্য বার বার বাঙলাকে কোণঠাসা করতে চাইছে। সেখানে এই দৃশ্য কি আবার সেই ঘটনাকেই ফিরিয়ে আনল?
এর আগেও বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রেই খাটো করে দেখানো হচ্ছে নানান বাঙালি ব্যক্তিত্বকে। সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলায় ‘দেশদ্রোহী’-র আখ্যা দেওয়া হয়েছে প্রবীণ স্বাধীনতা সংগ্রামীকে। আরও একবার দেশের মানুষ দেখল অবমাননা, ইতিহাস পাল্টে ফেলার ঘৃণ্য অধ্যায়। সোশ্যাল মিডিয়া জুড়ে ঝড় উঠেছে এই দৃশ্য প্রকাশ হওয়ার পরই। প্রতিবাদে উপচে পড়েছে ট্যুইটার, ফেসবুক। কিন্তু নির্বাক নির্মাতারা। এর পরিণতি কী? আদৌ কি বাদ দেওয়া হবে ওই দৃশ্য? উত্তরের অপেক্ষায় সকলে...
আরও পড়ুন
এগিয়ে এলেন খোদ প্রধানমন্ত্রী, স্বাধীনতার পর ‘সরকারিকরণ’ হল দেশের সমস্ত বিমান সংস্থার
Powered by Froala Editor