দেশে ঝড়ের গতিতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে পর্যাপ্ত চিকিৎসার সরঞ্জামের অভাব প্রধান চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। অবস্থার মোকাবিলায় এবার হাত লাগাল ইন্ডিয়ান নেভি-ও। তৈরি করল এমন এক যন্ত্র, যা একটি মাত্র অক্সিজেন সিলিন্ডার থেকেই ১২ জন আক্রান্তকে জোগাতে পারবে অক্সিজেন।
আরও পড়ুন
দাম মাত্র ২৫০, করোনার টেস্টকিট তৈরি করে বাজিমাত বাঙালির
পূর্ব নৌসেনার কমান্ডো ক্যাপটেন সি.জি. রাজু জানান, হাসপাতালগুলিতে অক্সিজেন সিলিন্ডারের ব্যবহার করা হয় অনেকটা সেন্ট্রাইলজড এসি-র মতোই। কিন্তু করোনার চিকিৎসার জন্য নানান স্কুল, স্টেডিয়াম এখন ব্যবহৃত হচ্ছে। সেখানে প্রত্যেকটি রোগীর কাছে আলাদা আলাদা করে অক্সিজেন সরবরাহ করার মতো পর্যাপ্ত সরঞ্জাম নেই। এই কথা মাথায় রেখেই নৌসেনা তৈরি করেছে মাল্টি-ফিড অক্সিজেন ম্যানিফোল্ড নামের এই যন্ত্র। চাহিদা বজায় রেখেই যা একটি সিলিন্ডার থেকে একসঙ্গে অক্সিজেন দিতে পারবে ১২ জনকে।
আরও পড়ুন
ছেঁড়া রেনকোট-হেলমেট পরেই করোনার সঙ্গে লড়াই চিকিৎসকদের
করোনা মূলত আক্রমণ করে শ্বসনতন্ত্রকেই। আর এই মুহূর্তে পরিসংখ্যান বলছে, প্রতি ছ’জন করোনা আক্রান্তের মধ্যে একজনের গুরুতর অবস্থা। কখনো কখনো ফুসফুসের স্থায়ী ক্ষতিও করতে পারে কোভিড-১৯। আর এই সময়ে, প্রতি দেহকোষে রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্যই সম্প্রসারিত হয় শিরা এবং ধমনী। ফুসফুসে জমতে পারে জল। যা শ্বাস নেওয়া কঠিন করে দেয় আরও। উল্লেখ্য, এই সময়ই দরকার পরে বাইরে থেকে অক্সিজেন দেওয়ার। ভেন্টিলেটরের।
আরও পড়ুন
বাতাসেই করোনা মারবে এই মেশিন, চমকপ্রদ আবিষ্কার বাঙালি গবেষকের
নৌসেনার এক আধিকারিক জানান, এই মহামারীর পরিস্থিতিতে ৫-৮ শতাংশ রোগীরই প্রয়োজন পড়ছে অক্সিজেনের। কিন্তু যেভাবে বাড়ছে সংক্রমণ, সেখানে এই সামান্য শতকরা হারও বড় সংখ্যা হয়ে দাঁড়াতে পারে। এই ব্যবস্থার মাধ্যমে জরুরি অবস্থায় যাতে একসঙ্গে অনেকের কাছেই পৌঁছে দেওয়া যাবে অক্সিজেন। নিঃসন্দেহে এই আবিষ্কার সাহায্য করবে চিকিৎসকদের। চাপ কমাবে স্বাস্থ্য দফতরের। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে যা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।