এ দেশে পথ-দুর্ঘটনায় কুকুর-বেড়ালের মৃত্যু অস্বাভাবিক নয়। প্রতিনিয়ত রাস্তা পার হতে গিয়ে মারা যায় কয়েক হাজার কুকুর। অথচ হুঁশ নেই মানুষের। জন্ম থেকেই বহু কুকুর পঙ্গু হয়ে শহরের ইতি-উতি ঘুরে বেড়ায়। আহত বা অসুস্থ হয়ে রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা পড়ে থাকলেও, এগিয়ে আসেন না অনেকেই। এই পরিস্থিতি এড়াতেই নজিরবিহীন উদ্যোগ পুরুলিয়ার একটি স্বেচ্ছাসেবী সংস্থার।
সেভ অ্যানিমেলস পুরুলিয়া নামে এই সংস্থাটি হাইওয়ে সহ বিভিন্ন ব্যস্ততম রাস্তার কুকুরদের গলাতে 'গ্লো ব্যান্ড' পরায় কয়েকমাস আগে, যা কিছুটা দূর থেকে আলো এসে পড়লে প্রতিফলন ঘটাবে। হুটোপুটি আর খেলতে খেলতে কখন বাচ্চা কুকুরটা রাস্তায় এসে পড়েছে, খেয়াল নেই মায়ের। কিন্তু দূর থেকে আসা কোনো গাড়ির আলো যদি সেই কুকুরটির গলায় পড়ানো বেল্টে পড়ে, তাহলে কিছুটা হলেও বেঁচে যাওয়ার সুযোগ থাকবে। সংস্থাটি এই উদ্যোগটি শুরু করে এ বছর আগস্ট মাস থেকে।
কুকুরদের প্রাণ বাঁচানোর জন্য একটি স্বেচ্ছাসেবী সংস্থার এমন এগিয়ে আসা আশার আলো দেখায়। এমন উদ্যোগ আগামীদিনে মানুষের সতর্কতাও বাড়াবে। শহর কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে গাড়ির চাপ খুব বেশি। ফলে আশা করা যায়, ধীরে ধীরে সর্বত্র ছড়িয়ে পড়বে এই ব্যবস্থা। বাঁচবে হাজারো কুকুরের প্রাণ।