প্রায় তিনমাস আগে প্রকাশিত হয়েছে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল। জো বাইডেনের নেতৃত্বে মার্কিন রাজনীতির নতুন অধ্যায়ও শুরু হয়েছে ইতিমধ্যেই। কিন্তু বিগত নির্বাচনকে ঘিরে বিতর্ক এখনও মেটেনি। এর মধ্যেই নতুন করে বিতর্ক উস্কে দিল স্বাধীন গোয়েন্দা বিভাগের একটি রিপোর্ট। সেই রিপোর্টে দাবি করা হয়েছে, মার্কিন নির্বাচনে সমস্ত শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল রাশিয়াও। পুতিনের নেতৃত্বেই ডোনাল্ড ট্রাম্পকে জেতানোর সবরকম চেষ্টা করেছে রাশিয়া।
বিগত নির্বাচনে কোন কোন দেশ কীভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করেছে, তাই নিয়েই প্রকাশিত হয়েছে গোয়েন্দাদের রিপোর্ট। তবে এই নির্বাচনে চিনের প্রভাব নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হলেও সাম্প্রতিক রিপোর্ট অন্য কথা বলছে। গোয়েন্দাদের দাবি, চিন প্রথমে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করলেও পরে বুঝতে পারে তাতে লাভের চেয়ে ক্ষতি হবে বেশি। তবে রাশিয়া প্রথম থেকেই যোগাযোগ রেখেছে ট্রাম্পের সঙ্গে। এমনকি নির্বাচনের পরেও ডেমোক্র্যাট সদস্যদের সঙ্গে যোগাযোগ রেখেছে ক্রেমলিন। বাইডেনের জয়লাভ যে রাশিয়ার জন্য ক্ষতিকর হতে পারে, সেই আশঙ্কা থেকেই এই জড়িয়ে পড়া বলে জানানো হয়েছে রিপোর্টে।
শুধুই রাশিয়া নয়, মার্কিন নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করেছে ইরাক বা ভারতের মতো দেশও। আর অধিকাংশ ক্ষেত্রেই বিদেশি শক্তিগুলি ট্রাম্পের সমর্থনে ছিল বলেও দাবি করা হয়েছে। গোয়েন্দাদের বক্তব্য, আমেরিকার নির্বাচনে অন্যান্য দেশের জড়িয়ে পড়া কোনো নতুন ঘটনা নয়। প্রতি নির্বাচনেই এমনটা দেখা যায়। কিন্তু ২০২০ সালের নির্বাচন সমস্ত হিসাবকে ছাপিয়ে গিয়েছে। স্পষ্টই বোঝা যাচ্ছে, এই পরিবর্তন আসলে আন্তর্জাতিক। বাইডেনের প্রচারেও বারবার উঠে এসেছে আন্তর্জাতিক সমস্যার কথা। শেষ পর্যন্ত নির্বাচনী অঙ্কে জয়লাভ হলেও বাইডেন কি সেই সব প্রতিশ্রুতি রাখতে পারবেন? আপাতত সেদিকেই তাকিয়ে সবাই।
Powered by Froala Editor
আরও পড়ুন
২.৭ কোটি মার্কিন ডলারের ক্ষতিপূরণ, ‘বিচার’ পেলেন জর্জ ফ্লয়েড?