মাস্ক না পরলেই খুঁড়তে হবে কবর, অভিনব শাস্তি ইন্দোনেশিয়ায়

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দিশেহারা অবস্থা সারা বিশ্বের। পৃথিবী জুড়ে আক্রান্তের সংখ্যা প্রায় তিন কোটি ছুঁই ছুঁই। মৃত্যুর হয়েছে ৯ লক্ষ ৩৬ হাজারেরও বেশি মানুষের। কিন্তু এই অবস্থাতেও রাস্তায় বেরোলে মাস্ক না পরা কিছু ব্যক্তিদের চোখে পড়বেই। পরিসংখ্যান, ভয়াবহতা কোনো কিছুই আর সচেতন করতে পারছে না সাধারণ মানুষকে তাই শেষ অবধি ইন্দোনেশিয়া বেছে নিল শাস্তিকেই। মাস্ক না পরলেই এবার শাস্তির মুখোমুখি হতে হবে নাগরিকদের।

তবে এই শাস্তি কারাদণ্ড কিংবা জরিমানা নয়। মহামারীর পরিস্থিতি এবং সচেতনতার কথা মাথায় রেখেই অভিনব পন্থা নিয়েছে ইন্দোনেশিয়া। মাস্ক পরতে অস্বীকার করলে এবার খনন করতে হবে কোভিড-১৯ এর শিকার হওয়া ব্যক্তিদের জন্য সমাধিস্থল। সম্প্রতি এই শাস্তিই লাগু হয়েছে ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের নাগাবেতন গ্রামে। এখনও অবধি শাস্তি পেয়েছেন মোট ৮ ব্যক্তি।

সের্মে জেলার স্থানীয় প্রশাসনের অধিকর্তা সুয়োনো জানিয়েছেন, ওই অঞ্চলে কবর খননের জন্য মাত্র তিন কর্মী রয়েছেন। কোভিডের কারণে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তাঁদের কাজ এখনও বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। একটি মাত্র কবরে দুটি মৃতদেহকে সমাধি করার মতো ঘটনাও ঘটেছে ইন্দোনেশিয়ায়। সুয়োনো জানান, তিনি নিজেও ভেবেছিলেন সমাধিস্থলের কর্মীদের সঙ্গে এই কাজে হাত লাগানোর কথা।

কার্যত এই সংকটের মধ্যেই অভিনব শাস্তির কথা চিন্তা করে স্থানীয় প্রশাসন। তাতে একদিকে যেমন সমাধিস্থ করতেও সুবিধা হবে কর্মীদের। তেমনই অন্যদিকে এই শাস্তিই প্রচারের মাধ্যম হয়ে দাঁড়াবে মাস্ক পরার ক্ষেত্রে। বাড়াবে জনসচেতনতা। এক ঢিলে দুই পাখি মারার মতো অভিনব করোনা প্রতিরোধমূলক পদক্ষেপ সত্যিই এখনও অবধি অন্য কোথাওই দেখা যায়নি...

আরও পড়ুন
পত্রিকার সঙ্গে বিনামূল্যে মাস্ক, সচেতনতা বাড়াতে উদ্যোগ কাশ্মীরি দৈনিকের

Powered by Froala Editor

আরও পড়ুন
করোনা আক্রান্ত হলে মাস্কেই জ্বলবে আলো, নতুন আবিষ্কার গবেষকদের