ভারত তথা দক্ষিণ এশিয়ার প্রথম ওয়াটার-মেট্রো কেরালায়

দিন কয়েক আগের কথা। ইতিহাসের এক আশ্চর্য অধ্যায়ের সাক্ষী হয়েছিল কলকাতা। হুগলি নদীর নিচ দিয়ে প্রথমবার ছুটেছিল মেট্রো রেল। অবশ্য এখনও পর্যন্ত সাধারণ মানুষের জন্য এই পরিষেবা চালু হয়নি যদিও। তবে সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই চালু হয়ে যাবে কলকাতার এই আন্ডারওয়াটার মেট্রো। কিন্তু জলের ওপরেও যদি ছোটে মেট্রো? 

কথাটা শুনে ভ্রূ কুঞ্চিত হবে অনেকেরই। তবে কি নদীর ওপরেও সেতু নির্মাণ করা হচ্ছে মেট্রো রেলের জন্য? না, ব্যাপারটা তেমন নয় একেবারেই। বরং, এই মেট্রো ভাসমান। আর আশ্চর্য এই জলযানে চাপতে গেলে আপনাকে পৌঁছে যেতে হবে দক্ষিণ ভারতের রাজ্য কেরলে (Kerala)। কিন্তু কী এই ওয়াটার-মেট্রো (Water-Metro)? কীভাবেই বা জলের ওপর দৌড়ায় সেটি?

আসলে কেরলের এই হাইব্রিড যান কোনো রেলগাড়ি নয়। বরং, তা ব্যাটারি-চালিত অত্যাধুনিক প্রযুক্তির বৈদ্যুতিক নৌকা। তবে এই নৌকার ভেতরে পা দিলে রীতিমতো চমকে যেতে হবে যে-কাউকেই। হুবহু মেট্রোর আদলেই তৈরি হয়েছে বিশেষ হাইব্রিড নৌকার অভ্যন্তরীণ গঠন। সেখানে রয়েছে শীততাপনিয়ন্ত্রণ যন্ত্র, বিনামূল্যের ওয়াইফাই পরিষেবাও। উল্লেখ্য, ভারত তো বটেই, গোটা দক্ষিণ এশিয়ায় এ-ধরনের ওয়াটার-মেট্রো পরিষেবা দ্বিতীয় কোথাও নেই। 

কেরলের অন্যতম শহর কোচি এবং এই শহর সংলগ্ন মালাবার উপকূলে অবস্থিত ১০টি ছোটো ছোটো দ্বীপকে সংযুক্ত করেছে ওয়াটার মেট্রো পরিষেবা। ভাড়া, ন্যূনতম ২০ টাকা থেকে সর্বোচ্চ ৪০ টাকা। ফলে, এই পরিষেবার জন্য কমেছে যোগাযোগের সময় এবং খরচ— দুই-ই। পাশাপাশি এই বিশেষ নৌকা বিদ্যুৎচালিত হওয়ায়, তা অন্যান্য স্টিমার ও নৌকার থেকে পরিবেশবান্ধবও বটে। সবমিলিয়ে ওয়াটার-মেট্রো হয়ে উঠেছে কোচির অগ্রগতির প্রতীক। 

বর্তমানে সবমিলিয়ে ৩৮টি স্টপেজ তৈরি করা হয়েছে কোচি ও কোচির নিকটবর্তী এলাকায়। সমগ্র রুটটির দৈর্ঘ্য প্রায় ৭৮ কিলোমিটার। অর্থাৎ, কলকাতার যে-কোনো মেট্রো শাখার থেকেই কয়েকগুণ দীর্ঘ এই মেট্রো-পথের বিস্তার। বর্তমানে ১৫টি রুটের ওয়াটার-মেট্রো পরিষেবার সঙ্গে জড়িত রয়েছে ৭৮টি বৈদ্যুতিক নৌকা। জার্মান সংস্থা কেএফডব্লু এবং কোচি শিপইয়ার্ডের যৌথ উদ্যোগে নির্মিত হয়েছে এই হাইব্রিড নৌকাগুলি। তবে পরে এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই জানাচ্ছে কেরল প্রশাসন। ৭৪৭ কোটি টাকার এই প্রকল্প স্থানীয় মানুষদের বিশেষ সুবিধা প্রদান করার পাশাপাশি, হয়ে উঠেছে দেশ-বিদেশের পর্যটকদের অন্যতম আকর্ষণ। কী ভাবছেন, একবার ঘুরে আসবেন কোচি শহরে? স্বাদ নেবেন এই আশ্চর্য ভাসমান মেট্রোয় চড়ার?

Powered by Froala Editor