ভারতে এখনও নিয়ন্ত্রণে আসেনি করোনা। প্রতিদিন নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ছে। প্রশাসন, পুলিশ থেকে স্বাস্থ্যকর্মী— প্রত্যেকেই নিজের নিজের দিক থেকে কাজ করে যাচ্ছেন। গোটা পৃথিবীতেই করোনার চিকিৎসার জন্য চিকিৎসকরা নানারকম উপায় খুঁজছেন। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছেন। তারই মাঝে সাফল্য পেল ভারত। প্লাজমা থেরাপির মাধ্যমে যে সব আক্রান্তের চিকিৎসা শুরু হয়েছিল, তাঁদের মধ্যে একজন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। যা উৎসাহিত করল স্বাস্থ্য মহলকেও।
আরও পড়ুন
প্লাজমা দিতে রাজি তবলিঘি জামাত সদস্যরাও, সম্প্রীতির উদাহরণ দিল্লিতে
দিল্লির ৪৯ বছরের এই ব্যক্তির শ্বাসকষ্ট ও অন্যান্য সমস্যা শুরু হওয়ার পর সাকেতের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই এপ্রিলের ৪ তারিখ তাঁর করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। সমস্ত ব্যবস্থা করার পর শুরু হয় চিকিৎসা। ইতিমধ্যেই অবস্থার আরও অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেটরে দেওয়া হয়। কিন্তু অবস্থার তেমন কোনো উন্নতি দেখা যায় না। তখন ওই ব্যক্তির পরিবারের অনুরোধে প্লাজমা থেরাপির ভাবনাচিন্তা শুরু হয়।
আরও পড়ুন
কলকাতাতেও হবে প্লাজমা থেরাপির ব্যবহার, মেডিক্যাল কলেজে শুরু প্রস্তুতি
এই বিশেষ চিকিৎসা পদ্ধতিতে এমন একজনের শরীর থেকে প্লাজমা নেওয়া হয়, যিনি আগে করোনা আক্রান্ত ছিলেন; কিন্তু এখন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। ফলে করোনার বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা তৈরি হয়েছে রক্তে। সেখান থেকেই প্লাজমা নিয়ে আক্রান্তের শরীরে দেওয়া হবে। এটাই করা হয়েছিল দিল্লির ওই প্রৌঢ়ের ক্ষেত্রে। ১৪ এপ্রিল এই প্রসেস শুরু করা হয়। ধীরে ধীরে অসুবিধা কাটতে শুরু করে। একসময় ভেন্টিলেটরের আর প্রয়োজন হয় না। তারপর এক সপ্তাহ নজরে রেখে, গত রবিবার তাঁকে ছেড়ে দেওয়া হয়। করোনা আর বাসা বেঁধে নেই তাঁর শরীরে। এই ঘটনার পর, প্লাজমা থেরাপি যাতে আরও বেশি করে দেশজুড়ে করা হয়; আরও বেশি ডোনার যাতে এই কাজে এগিয়ে আসেন— সেই কথাই বলছেন ডাক্তাররা।