একের পর এক চমক দিয়ে চলেছে ভারতীয় দল। এক কথায় শুটিং বিশ্বকাপে ভারতের ফর্ম ধরা ছোঁয়ার বাইরে। এর আগে গত পরশুদিন চলতি বিশ্বকাপে মিক্সড বিভাগে সেখো-অঙ্গদ বীর জুটি সোনা এনে দিয়েছিলেন ভারতকে। আজ ২৫ মিটার মহিলা বিভাগ পিস্তল ইভেন্টে আবার যেন সেই ঘটনারই পুনরাবৃত্তি হল। পোল্যান্ডকে ফাইনালে বড়ো ব্যবধানে হারিয়ে সোনার স্বাদ পেল ভারত।
আজ বিকালে নয়াদিল্লির কর্নি সিং রেঞ্জে লড়াইয়ে নেমেছিলেন চিনকি যাদব, মনু ভাকের ও রাহি স্বর্ণবত। ফাইনালে মোট ১৭ পয়েন্ট সংগ্রহ করেন ভারতের মেয়েরা। বিপক্ষ পোল্যান্ডের সংগ্রহ সেখানে মাত্র ৭। ঐতিহাসিক ক্লিন সুইপের পরই উচ্ছ্বাসের জোয়ার খেলে কর্নি সিং-এ। দলগত জয় ছাড়াও, পদক পেয়েছেন তিন ভারতীয় তারকাই। সোনা পেয়েছেন চিনকি যাদব। অন্যদিকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থেকে সৌপ্য ও ব্রোঞ্জ পদক পেয়েছেন যথাক্রমে রাহি স্বর্ণবত এবং মনু ভাকের।
তবে শুধু সোনাই নয়। তারও ঘণ্টা চারেক আগে আরও এক বড়ো সাফল্য পেয়েছেন ভারতীয় যুবতীরা। ৫০ মিটার রাইফেলেও দ্বিতীয় স্থান অর্জন করে ঝুলিতে ঢুকেছে রৌপ্য পদক। নেপথ্যে অঞ্জুম মোদগিল, গায়ত্রী নিত্যানন্দম এবং শ্রেয়া সাকসেনা। তবে এই ইভেন্টেও সোনা আসার সম্ভাবনা ছিল প্রবল। ধারাবাহিক ভালো পারফর্মেন্সে ৪৩ পয়েন্ট সংগ্রহ করেছিল অঞ্জুম-ত্রয়ী। তবে উনিশ-কুড়ির লড়াইয়ে শেষ পর্যন্ত ৪ পয়েন্টের ব্যবধানে শেষ হাসি হাসে পোল্যান্ড।
মহিলাদের চূড়ান্ত সাফল্যের পাশাপাশি ৫০ মিটার রাইফেলে থ্রি পজিশন ইভেন্টে ভারতকে রূপো এনে দিয়েছে পুরুষ দলও। সব মিলিয়ে এখনও পর্যন্ত ভারতের সংগ্রহে রয়েছে ৫টি ব্রোঞ্জ, ৫টি রূপো এবং ৯টি স্বর্ণ পদক। বাকি সমস্ত দেশের নিরিখে দেখলে তা ‘আকাশছোঁয়া’-ই বটে। সামনেই টোকিও সামার অলিম্পিক। তার আগে এই বড়ো সাফল্য যেন ইঙ্গিত দিচ্ছে অলিম্পিকের মঞ্চেও জাপানে ফুল ফোটাবে ভারত। এখন সকলের দৃষ্টি রয়েছে সেই দিকেই…
Powered by Froala Editor