তিরিশের দশকের মধ্যভাগ। মুম্বইয়ের এক মধ্যবিত্ত মারাঠি পরিবারে বেড়ে উঠছিল পাঁচ ভাইবোন। পড়াশোনা, খেলা, খুনসুটি সবই আছে; সেইসঙ্গে রয়েছে আরও একটি জিনিস— গান। সেই সুরেই বাঁধা পড়েছে পাঁচ ভাইবোন। দেখতে দেখতে সঙ্গীতের বড়ো জগত খুলে গেল তাঁদের সামনে। লতা, আশা, মীনা, ঊষা আর হৃদয়নাথ— মঙ্গেশকর পরিবারের পাঁচ রত্ন গোটা ভারত মাতিয়ে রাখলেন। প্রথম দুজন তো আজ জীবন্ত কিংবদন্তি; তবে দুই দিদির পাশে একেবারে ফিকে নন বোন ঊষা মঙ্গেশকরও।
বাবা পণ্ডিত দীননাথ মঙ্গেশকরের কাছ থেকেই প্রাথমিক সঙ্গীতশিক্ষার শুরুয়াৎ। পরবর্তীকালে দেখেছেন বড়ো দিদিকে মহীরুহ হয়ে উঠতে। এসবের মধ্যে থেকেই নিজের রাস্তাটি খুঁজে বার করে নিয়েছিলেন ঊষাও। গানই ছিল তাঁর জীবন, তাঁর সাধনা। ১৯৫৪ সাল। ভি সান্তারামের পরিচালনায় মুক্তি পেল ‘সুবাহ কা তারা’। ঊষা তখন কুড়ি বছরের ফুটফুটে তরুণী। দিদি লতা মঙ্গেশকর ততদিনে পরিচিতি পেতে শুরু করেছেন। পঞ্চাশের দশক থেকেই নিজের রাজত্ব প্রতিষ্ঠা করবেন তিনি। আর এমন পটভূমিতে অভিষেক ঘটল তাঁর বোন, ঊষা মঙ্গেশকরেরও। ভি সান্তারামের সিনেমার হাত ধরেই বলিউডের মাটিতে পা রাখলেন তিনি। বাকি রাস্তা কেবল গান আর গান…
দিদিদের ছায়ায় ঢেকে যাওয়ার ভয় বা শঙ্কা কি ছিল না? হয়তো ভেতরে ভেতরে সামান্য হলেও ঝলক দিয়ে উঠত সেই চিন্তা। কিন্তু গানের দিকেই নিজের সমস্ত চিন্তা ঢেলে দিয়েছিলেন তিনি। ১৯৫৫ সালে মুক্তি পেল ‘আজাদ’, অভিনয়ে স্বয়ং দিলীপ কুমার। বক্স অফিস, দর্শক— সবাইকে মাতিয়ে দিল এই সিনেমা। সেইসঙ্গে সাক্ষী থাকল ঊষা মঙ্গেশকরের গানেরও। দুটো গান গাইলেন এই ছবিতে- ‘আপলাম চাপলাম’ ও ‘বালিয়ে ও বালিয়ে’। দুটো গানে সঙ্গত দিয়েছিলেন দিদি লতাও। সেই গানও রীতিমতো হিট…
সত্তরের দশকে এসে নিজেকে পুরোপুরি মেলে ধরলেন ঊষা মঙ্গেশকর। ১৯৭৫ সাল। পরিচালক বিজয় শর্মার কাছ থেকে একটি হিন্দি সিনেমায় গান গাওয়ার প্রস্তাব এল। নায়ক-নায়িকাধর্মী নয়; বরং ভক্তিমূলক ছবি। নাম, ‘জয় সন্তোষী মা’। এই সিনেমার অধিকাংশ গানেই গলা মেলালেন তিনি। এবং দেখতে দেখতে সবকটি গানই সুপারহিট! বাজেটের হিসেবে দেখলে খুব ঝাঁ-চকচকে ছবি কখনই বলা যাবে না একে। কিন্তু বক্স অফিসের হিসেব সেই কথা বলে না। সর্বকালের সবচেয়ে হিট সিনেমাগুলির মধ্যে ‘জয় সন্তোষী মা’-কে না রাখলে বোধহয় অন্যায় হবে। আর এই সিনেমাই প্লেব্যাক গায়িকা হিসেবে প্রতিষ্ঠা দিল ঊষা মঙ্গেশকরকে। আজও সন্তোষী দেবীর পুজো উপলক্ষে গোটা দেশজুড়ে যে গান চালানো হয়, সেখানে উপস্থিত হয় এই সিনেমার গানগুলিও। উপস্থিত হন ঊষা মঙ্গেশকরও। ১৯৭৫-এ গাওয়া সেই সিনেমার গানগুলি আজও সমানভাবে জনপ্রিয় ভক্তদের মধ্যে…
এই সিনেমার দৌলতেই প্রথমবার ফিল্মফেয়ারের জন্য মনোনয়নও পান ঊষা। ১৯৭৫-এর বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সেরা গায়িকার পুরস্কারও পান তিনি। এরপর কাজও বাড়তে থাকে, বাড়তে থাকে ব্যস্ততাও। হিন্দি, বাংলা, মারাঠি, নেপালি— বহু ভাষায় গান গেয়েছেন ঊষা। আজও গেয়ে যাচ্ছেন সমান তালে। ‘ইনকার’, ‘নসিব’, ‘ডিস্কো ডান্সার’, ‘খুবসুরাত’ একের পর এক ছবির অংশ ছিলেন তিনি। তবে চাকাটি পূর্ণতা পেল ২০২০ সালে। যখন মহারাষ্ট্র সরকার এই বছরের ‘লতা মঙ্গেশকর পুরস্কার’-এর জন্য মনোনীত হলেন ঊষা মঙ্গেশকর। নিজের দিদি, যাকে দেখে এগিয়ে গেছেন তিনি, তাঁরই নামাঙ্কিত এই পুরস্কার! ঊষা মঙ্গেশকর থামেননি। আজও সুরে, ছন্দে বেঁধে রেখেছেন নিজেকে।
Powered by Froala Editor
আরও পড়ুন
গান গেয়ে প্রথম উপার্জন ২৫ পয়সা, সব ছেড়ে চাষবাস করার কথাও ভেবেছেন উদিত নারায়ণ