পৃথিবীর জটিলতম অসুখগুলোর মধ্যে অন্যতম হল ক্যানসার। তার মধ্যে সবথেকে ঘাতক কোলন ক্যানসার। কারণ দুরারোগ্য এই রোগকে চিহ্নিত করাই সবথেকে বড়ো চ্যালেঞ্জ চিকিৎসকদের কাছে। চতুর্থ পর্যায়ের আগে কোলন ক্যানসারকে শনাক্ত করা প্রায় অসম্ভব বললেই চলে। ফলত, ধরা পড়ার আগেই শরীরে নিঃশব্দে বিষের জাল বিছিয়ে ফেলে এই বিশেষ কর্কট রোগ। মৃত্যু হয়ে দাঁড়ায় সময়ের অপেক্ষামাত্র। এবার এই মারণ রোগকে শুরুতেই চিহ্নিত করার অভিনব পদ্ধতি আবিষ্কার করে ফেললেন একদল ভারতীয় গবেষক। যার মধ্যে রয়েছেন এক বঙ্গসন্তানও।
চারটি ভারতীয় বৈজ্ঞানিক প্রতিষ্ঠান ও একটি ফরাসি শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে চলেছিল এই গবেষণা। যার মধ্যে ছিল ন্যাশনাল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইমিউনোলজি, এইমস, রিজিওনাল সেন্টার ফর বায়োটেকনোলজি এবং বেঙ্গালুরুর সেন্ট জনস হসপিটাল। অন্যদিকে যুক্ত ছিলেন ফ্রান্সের স্ট্রাসবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকরাও। গোটা গবেষণাটির নেতৃত্ব দিয়েছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইমিউনোলজির গবেষক, চিকিৎসক ডাঃ সাগর সেনগুপ্ত। কিন্তু কীভাবে প্রাথমিক পর্যায়েই তাঁরা চিহ্নিত করছেন এ দূরারোগ্য রোগকে?
মূলত সিটি কোলনোগ্রাফি এবং রেডিয়েশনের মাধ্যমেই এতদিন পর্যন্ত চিহ্নিত করা হত কোলন ক্যানসারকে। তবে ভারতীয় গবেষকরা এক্ষেত্রে ব্যবহার করেছেন জিন টেকনোলজি। বিশেষ করে বলতে গেলে মেসেঞ্জার আরএনএ-কে। নন-কোডিং আরএনএ অণুর প্রোটিনের বিশ্লেষণ করেই ক্যানসার কোষকে শনাক্ত করার এই পদ্ধতি চিকিৎসাক্ষেত্রে বিপ্লব আনবে বলেই মনে করছেন বিশ্বের প্রথম সারির গবেষকরা।
প্রাথমিকভাবে ল্যাবরেটরির ইঁদুরের ওপর এই পরীক্ষা সফল হওয়ার পর শুরু হয়েছিল ক্লিনিকাল ট্রায়াল। তারপর দিল্লির এইমসে বেশ কিছু ক্যানসার আক্রান্তের ওপর প্রয়োগ করা হয় এই পদ্ধতি। আর তাতেই চূড়ান্ত সাফল্য পান গবেষকরা। বর্তমানে প্রতিবছর ১১ লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত হন কোলন ক্যানসারে। যা মোট ক্যানসার আক্রান্তের প্রায় ৯.৫ শতাংশ। মৃত্যুর দিক থেকেও দ্বিতীয় বিপজ্জনক স্থানেই রয়েছে এই ক্যানসার। সেখানে দাঁড়িয়ে নতুন করে ভরসা দিচ্ছেন ভারতীয় গবেষকরা। প্রাথমিক পর্যায়ে এই রোগ চিহ্নিত করা গেলে চিকিৎসার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে আগামীদিনে। তাতে মৃত্যুর হার না কমলেও, আক্রান্তদের খানিকটা আয়ুদান করতে পারবে চিকিৎসাবিজ্ঞান।
আরও পড়ুন
ক্যানসার-আক্রান্তদের জন্য লাইব্রেরি তৈরি ৯ বছরের বালিকার
Powered by Froala Editor
আরও পড়ুন
বয়স মাত্র উনিশ, শুটিং রেঞ্জ ছেড়ে ক্যানসারের সঙ্গে লড়াই তারকা বঙ্গতনয়ার