কোষবিভাজন থামাবে যন্ত্র, ক্যানসার রোধে যুগান্তকারী আবিষ্কার ভারতীয় বিজ্ঞানীর

দীর্ঘদিন ধরে গবেষণা চলছে ক্যানসার রোগের। কোষ বিভাজনের ফলে দ্রুত দেহে ছড়িয়ে পড়ে ক্যানসার। চিকিৎসা করিয়েও ক্যানসার মুক্ত হন না বেশিরভাগ মানুষ। কিন্তু এবার থেকে কোষের এই বিভাজন কমিয়ে স্বাভাবিক অবস্থায় শরীরকে ফিরিয়ে আনতে আবিষ্কৃত হল 'সাইটোট্রন' নামের এক নতুন যন্ত্র। আর এই যন্ত্রটি আবিষ্কার করার পেছনে সম্পূর্ণ কৃতিত্ব এক ভারতীয় বিজ্ঞানীর।

ক্যানসার চিকিৎসায় রীতিমতো বিপ্লব ঘটিয়ে সারা বিশ্বে সাড়া ফেলে দিয়েছেন বেঙ্গালুরুর বিজ্ঞানী রাজেশ বিজয় কুমার। সাইটোট্রন নামের এই যন্ত্রটির সাহায্যে আক্রান্ত কোষগুলি তাদের বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলবে। সাধারণত ক্যানসারের কোষ খুব দ্রুত দেহে ছড়িয়ে পড়ে। তখন কঠিন হয়ে পড়ে রোগীকে বাঁচানো। প্রয়োজন হয় রেডিয়েশন বা কেমোথেরাপির। কিন্তু আশার আলো জোগাচ্ছে এই যন্ত্রটির আবিষ্কার। এটি কেমোথেরাপির থেকেও উন্নত উপায়ে কোষ বিভাজন থামাতে সাহায্য করবে।

৩০ বছরেরও বেশি সময় ধরে ক্যানসার নিয়ে গবেষণা করেছেন রাজেশ। আর তারই এই যুগান্তকারী ফসল সাইটোট্রন। এটি একটি রেডিও ফ্রিকোয়েন্সি টুল, যা আক্রান্ত কোষটিকে চিহ্নিত করে তাকে ধ্বংস করতে সাহায্য করে। মূলত দ্রুত হারে ক্যানসার কোষ বিভাজনের পেছনে রয়েছে পি-৫৩ নামে একটি প্রোটিনের বিরাট ভূমিকা। আর এই যন্ত্র সেই পি-৫৩ প্রোটিনটিকে ধ্বংস করতে সহায়তা করে।

আগামী দিনে এই আবিষ্কার কতটা কার্যকরী তা হয়ত সময় বলবে। কিন্তু প্রতিকার খুঁজতে বিজ্ঞানীরা যে বদ্ধপরিকর, তাতে কোনো সন্দেহই নেই।