৫০টির বেশি ব্যাঙের প্রজাতি আবিষ্কার, ভারতীয় বিজ্ঞানীকে বিশেষ সম্মাননা

একটি-দুটি নয়, সব মিলিয়ে প্রায় ৫০টিরও বেশি ব্যাঙের প্রজাতির আবিষ্কর্তা তিনি। প্রথম ভারতীয় মহিলা গবেষক হিসাবে এই কৃতিত্ব একমাত্র তাঁরই। শুধু ভারতই নয়; শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া কিংবা ব্রাজিলের আমাজন— বিশ্বের বিভিন্ন প্রান্তে লুকিয়ে থাকা অজানা উভচর প্রাণীদের সন্ধান দিয়েছেন তিনি বার বার। সোনালি গর্গ (Sonali Garg)। এবার জীববৈচিত্রের রূপরেখা অঙ্কনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সম্মানজনক এডওয়ার্ড ও উইলসন বায়োডাইভার্সিটি ফেলোশিপ পেলেন ভারতীয় গবেষিকা। 

দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করার পর এই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেছিলেন সোনালি গর্গ। সেইসময়ই কিংবদন্তি জীববিজ্ঞানী এস ডি বিজুর সংস্পর্শে আসেন তিনি। ভারতে খুঁজে পাওয়া ৪৪০টি ব্যাঙ প্রজাতির মধ্যে শতাধিক প্রজাতির আবিষ্কর্তা যিনি। তাঁর অনুপ্রেরণায় নতুন উভচর প্রজাতির সন্ধানে নেমেছিলেন সোনালি গর্গ। প্রথম সাফল্য আসে ২০১৪ সালে। ভারতের বুক থেকেই তিনি খুঁজে পান আঙুলের নখের থেকেও ছোটো একটি বিরল ব্যাঙের প্রজাতি। তারপর ক্রমশ বাড়তে থাকে সেই তালিকা। মাত্র আট বছরের মধ্যে সংখ্যাটা ছাড়িয়ে যায় পঞ্চাশের কোঠা। 

তবে শুধু নতুন প্রজাতিই নয়, ব্যাঙের তিনটি অজানা গোত্রেরও সন্ধান দিয়েছেন সোনালি গর্গ। যা পরিপূর্ণতা দেয় ব্যাঙের বিবর্তনের রূপরেখাকে। সমাধান খুঁজে দেয় শতাব্দীপ্রাচীন ট্যাক্সোনমিক পাজলের। তাছাড়াও উভচর প্রাণীর সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সোনালি। 

বর্তমানে হার্ভার্ডের অর্গানিজন অ্যান্ড এভোলিউশনারি বায়োলজি বিভাগে সহকারী অধ্যাপিকা হিসাবে কাজ করে চলেছেন সোনালি। সেইসঙ্গে ১৮৫৯ সালে প্রতিষ্ঠিত ঐতিহাসিক প্রাণীবিদ্যার মিউজিয়ামেও তুলনামূলক গবেষণার দায়িত্বে রয়েছেন তিনি। জীববৈচিত্র ও বিবর্তনের ইতিহাস অনুসন্ধানে তাঁর এই কৃতিত্বকেই এবার সম্মাননা জানাল বিশ্বের প্রথম সারির বিশ্ববিদ্যালয়টি…

আরও পড়ুন
স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সেরা বিজ্ঞানীর তালিকায় বাঙালি ডাক্তার উজ্জ্বল পোদ্দার

Powered by Froala Editor

আরও পড়ুন
৬৪ ফোঁটা রক্ত থেকেই পাকড়াও খুনি, নেপথ্যে বাঙালি বিজ্ঞানী