বাঙালিরা এখনও 'যমের মতো ভয়' বলতে বোঝায় এক চরম ভীতিকে। সমস্ত বোনেরা চায় এই যমের দুয়ারকে দূরে ঠেলতে। কিন্তু আপনারা কি জানেন, স্বয়ং যমরাজ হাজির হয়েছেন এবার! হ্যাঁ পশ্চিম ভারতীয় রেলওয়ে শাখার মুম্বাইয়ের মালাড ও আন্ধেরিতে যমরাজের সাজে দেখা গেছে আরপিএফ-কে।
ভারতে প্রতিবছর রেলে অসাবধানতার কারণে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। রেল লাইন পার হওয়ার সময় ফোনের ব্যবহারের অসাবধানতার বলি হতে হচ্ছে অধিকাংশ উঠতি প্রজন্মকে। একের পর এক ফ্লাইওভার, ভূগর্ভস্থ পথকে বুড়ো আঙুল দেখিয়ে লাইন পেড়োচ্ছে দেদার। এইসব মানুষকেই সঠিক পথ দেখাতে হিন্দু শাস্ত্রমতে মৃত্যু ও ন্যায়বিচারের দেবতা যমরাজের দ্বারস্থ মুম্বাই আরপিএফ। যমরাজের মতো কালো পোশাকে আরপিএফ সচেতনতার পাঠ দেবে, কেউ সেই পথ অনুসরণ না করলে তুলে নিয়ে গিয়ে সঠিক পথের হদিশ দিচ্ছেন তাঁরাই। ঠিক এখানেই অভিনব এক কীর্তির শরিক মুম্বাইবাসী।
পশ্চিম রেলওেয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্র ডাকর জানান, প্রাথমিক ভাবে আন্ধেরি ও মালাডে কার্যকরী হলেও পরে তা অনেক জায়গাতে শুরু হবে। মুম্বই শহরতলির লক্ষ লক্ষ মানুষ এই রেলপথের উপর ভর করে দাঁড়িয়ে, যেখানে কম করে হলেও রোজ ৮-১ টি মৃত্যুর খবর পাওয়া যেত, সেখানে এই রকমের উদ্যোগ সত্যি আকর্ষণীয় ও কার্যকরী।