বিগত কয়েক বছর ধরেই সাম্য, লিঙ্গ-বৈষম্য নিয়ে লড়াই চলছে ভারতে। তবে এখনো সমাজ বৈষম্যমুক্ত হতে পারেনি। মাতৃতান্ত্রিক সমাজ বাস্তবের ভারতে অধরাই এখনও। সেই লক্ষ্যেই নারী ক্ষমতায়নের মাধ্যমে মানুষকে সচেতন করার জন্য একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। কিন্তু তৃতীয় লিঙ্গের মানুষরা উপেক্ষিত থেকে গেছেন। এবার সেই বৈষম্য ঘোচাতেই যুগান্তকারী পদক্ষেপ নিল ভারত। তৃতীয় লিঙ্গের মানুষদেরও ভারতের আধা-সামরিক বাহিনীর অংশ করতেই এবার নয়া উদ্যোগ সরকারের।
আজই এই বিষয়ে মতামত চেয়ে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের কাছে দ্বারস্থ হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। গঠিত হয়েছে বিশেষ কমিটি। আধা-সামরিক বাহিনীর কোন কোন পদে নিয়োগ করা হবে তৃতীয় লিঙ্গের সৈনিকদের, তা নিয়েই চলছে পর্যালোচনা। রয়েছে এসএসবি, সিআরপিএফ, আইটিবিপি, সিআইএসএফের মতো রেজিমেন্টে কমান্ড্যান্ট পদে নিযুক্ত করার পরিকল্পনাও।
গত ১ জুলাই সিআইপিএফ-এর কাছে একটি আবেদনও করেছে কেন্দ্র সরকার। কিছুদিনের মধ্যেই আসতে চলেছে নিয়োগের পরীক্ষা। আর সেই প্রবেশিকাতেই থাকবে তৃতীয় লিঙ্গের মানুষদের আবেদন করার জন্য বিশেষ বিভাগ। আগামী বৃহস্পতিবারের মধ্যেই এই বিষয়ে নতুন নিয়মাবলি প্রস্তুত করে উত্তর দিতে বলা হয়েছে সিএপিএফ-কে।
প্রত্যেক মানুষই সমান। তবুও তৃতীয় লিঙ্গের মানুষদের প্রতি সমাজে দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন কিছু বলার নয়। কেন্দ্রের এই সিদ্ধান্তের বাস্তবায়ন সম্ভব হলে রাশ পড়বে সেই চিরাচরিত বৈষম্যে। তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য ২০১৪ সালে রায় দিয়েছিল ভারতের সর্বোচ্চ আদালত। তাঁদের জন্য ব্যবস্থা করা হয়েছিল চাকরি এবং শিক্ষাক্ষেত্রে বিশেষ কোটার। তার বছর ছয়েক পর কেন্দ্রের এই পদক্ষেপ আরও একবার গুরুত্বপূর্ণ বার্তা দিল সমাজকে...
আরও পড়ুন
ভারত তথা বিশ্বের ‘প্রথম’ সমকামী যুবরাজ মানবেন্দ্র, রাজপরিবারের বাধা ভেঙে প্রকাশ্যে এনেছেন পরিচয়ও
Powered by Froala Editor
আরও পড়ুন
৯০ বছর বয়সে নিজেকে সমকামী ঘোষণা, ‘প্রাইড মান্থে’ এভাবেই উড়ল মুক্তির রামধনু