আগামীকালই স্পেসএক্স-এর রকেট ‘ক্রু ৩’-তে চেপে মহাকাশে পাড়ি দিতে চলেছেন চার নভশ্চর। গন্তব্য আন্তর্জাতিক স্পেস স্টেশন। নাসা এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির এই অভিযানের জন্য গত বছরই বেছে নেওয়া হয়েছিল ভারতীয় বংশোদ্ভূত নভশ্চর রাজা চারীকে (Raja Chari)। তবে শুধু অভিযাত্রীই নন, বরং কমান্ডার হিসাবে তিনিই নেতৃত্ব দেবেন এই অভিযানে। এবার এমনটাই ঘোষণা করল নাসা।
মার্কিন যুক্তরাষ্ট্রের মিলওয়াকিতে বেড়ে ওঠা রাজা জন বরপুতুর চারীর। নভশ্চর জীবনে পা দেওয়ার আগে তিনি দীর্ঘদিন কাজ করেছেন মার্কিন বায়ুসেনা বভাগে। সব মিলিয়ে প্রায় ২৫০০ ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। পরবর্তীতে ম্যাসাচুসেট ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে এরোনটিক্সে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন ৪৪ বছর বয়সী নভশ্চর। নাসায় যোগ দেন ২০১৭ সালে। অবশ্য মহাকাশ অভিযানের প্রশিক্ষণ শুরু হয় তারও বছর দুয়েক পর থেকে।
আনুষ্ঠানিকভাবে এই প্রথম মহাকাশ অভিযান রাজা চারীর। তবে আরও বড়ো অভিযান অপেক্ষা করে রয়েছে তাঁর জন্য। ২০২৪ সালে ফের চাঁদে মানুষ পাঠাতে চলেছে নাসা। আর সেই অভিযানেও ক্রু-মেম্বার হিসাবে পাড়ি দেবেন তিনি। ফলত, তার আগে স্পেসএক্সের এই অভিযানের অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাঁর কাছে।
আরও পড়ুন
ভাঙল অচলায়তন, মহাকাশে পাড়ি দিলেন বিশেষভাবে সক্ষম নভোচারীর দল
গতকাল সাংবাদিক সম্মেলনে রাজা চারী জানান, আন্তর্জাতিক স্পেস স্টেশনে নিয়মফামিক পরীক্ষানিরীক্ষা ও পর্যবেক্ষণের পাশাপাশি যাচাই করে দেখা হবে বেশ কিছু অত্যাধুনিক প্রযুক্তিকেও। যেগুলি ব্যবহৃত হতে চলেছে নাসার চন্দ্রাভিযান তথা ‘আর্টেমিস’ মিশনে। রাজা চারী ছাড়াও ক্রু-৩ মিশনে তাঁর সঙ্গে যোগ দিচ্ছেন আরও তিন মহাকাশচারী— টম মার্শবার্ন, কায়লা ব্যারন এবং ম্যাথিয়াস মাউরার। রাজার মতোই ম্যাথিয়াস এবং ব্যারনও মহাকাশে যাচ্ছেন প্রথমবার। পরিসংখ্যান অনুযায়ী, মহাকাশে বিচরণ করা ৫৯৯, ৬০০ এবং ৬০১তম নভশ্চর হতে চলেছেন তিন মহাকাশসারথী। সব মিলিয়ে নাসার এই অভিযানকে ঐতিহাসিক না বলে উপায় নেই…
আরও পড়ুন
৩ হাজার বছরের প্রাচীন ‘স্কাই-ডিস্ক’ ও মহাকাশচর্চার ইতিহাস
Powered by Froala Editor
আরও পড়ুন
বেলুন চড়েই মহাকাশযাত্রা, মার্কিন প্রযুক্তির কাছে হার মানবে জুল ভার্নের গল্পও