করোনা প্রাণ কেড়েছে বন্ধুদের, ভ্যাকসিন ট্রায়ালেই ‘প্রতিশোধ’ মুম্বাই-এর ব্যক্তির

ভারতে এখনও অব্যাহত করোনার প্রকোপ। আক্রান্তের সঙ্গেই পাল্লা দিয়ে বেড়ে চলেছে মৃত্যুমিছিলও। গত সেপ্টেম্বর মাসে মুম্বাইয়ের বাসিন্দা অনিল হেব্বারের তিন ঘনিষ্ঠ বন্ধুর প্রাণ কেড়ে নেয় মারণ ভাইরাস। সংক্রমণের শুরু থেকে তাঁর পরিচিতদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে কোভিড আক্রান্ত হয়েই। কিন্তু কীভাবে রেশ টানা যায় এই মহামারীর আবহে? এই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছিল হেব্বারের চিন্তায়। শেষ অবধি পদক্ষেপ নিলেন তিনি।

ভাইরাস মোকাবিলার একমাত্র হাতিয়ার হতে পারে ভ্যাকসিনই। নিকট প্রিয়জনদের ঘাতক ভাইরাসকে নির্মূল করতে মুম্বাইয়ের ওই ব্যক্তি নাম লেখালেন ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রোজেনেকার তৈরি ভ্যাকসিনের ট্রায়াল চলছে বিশ্ব জুড়েই। ভারতেও ১৬০০ জন ব্যক্তির ওপরে প্রয়োগ করার কথা ছিল এই ভ্যাকসিনের। ঠিক ছিল মুম্বাইতে ১০০ জন স্বেচ্ছাসেবীর ওপর প্রয়োগ করা হবে এই ভ্যাকসিন। তবে দুষ্কর হয়ে উঠেছিল স্বেচ্ছাসেবক খুঁজে পাওয়াই। কাজেই সুযোগ পেতে অসুবিধা হয়নি। অক্টোবরেই সেই তালিকাতেই নাম লেখান হেব্বার। 

লকডাউন ঘোষণা হওয়ার পর থেকেই তালা পড়েছে হেব্বারের ব্যবসায়। তবে সমাজসেবার কাজেই তারপর থেকে হাত লাগান তিনি। প্রায় ১০ লক্ষ গৃহহীন ও পরিযায়ী শ্রমিকদের কাছে পৌঁছে দিয়েছিলেন খাবার এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী। বাড়িতে ১১ বছরের শিশুকন্যা এবং স্ত্রীকে বুঝিয়ে এই ট্রায়ালে অংশ নেওয়া বেশ কঠিনই হয়ে দাঁড়িয়েছিল তাঁর কাছে। তার ওপরেই অক্সফোর্ডে ভ্যাকসিন গ্রহণ করা দুই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি চিন্তা বাড়িয়েছিল পরিবারের। 

তবে শেষ অবধি সবদিক সামলেই সম্প্রতি ভ্যাকসিনের ট্রায়াল নিয়েছেন অনিল হেব্বার। সুস্থই রয়েছেন তিনি। তা সত্ত্বেও প্রতি মাসেই তাঁকে হাজিরা দিতে হবে হাসপাতালে। করাতে হবে রুটিন চেক-আপ। বিজ্ঞানের প্রতি পূর্ণ আস্থা আছে তাঁর, এমনটাই জানাচ্ছেন অনিল হেব্বার। তাঁর আশা, খুব শীঘ্রই নিভতে চলেছে মহামারীর এই আঁচ। অদৃশ্য অণুজীবের প্রতি এও যেন এক প্রতিশোধস্পৃহা। লড়াই, হারিয়ে যাওয়া প্রিয়জনদের জন্য...

Powered by Froala Editor