সুইৎজারল্যান্ডের পাহাড়ে ফুটে উঠল ভারতের পতাকা, লকডাউনে সংহতির বার্তা

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের দাপট বেড়ে চলেছে ক্রমাগত। এমন পরিস্থিতিতে মানুষে মানুষে সহযোগিতার বার্তাই দুঃসময় পেরিয়ে নতুন পৃথিবীর স্বপ্ন দেখাতে পারে। সুইৎজারল্যান্ডের আল্পাইন পর্বতের চূড়ায় যেন সেই সংহতির বার্তাই ফুটে উঠেছে। পতাকার দণ্ডের উপর কোনো একটি দেশের পতাকা নয়, সেখানে পর্বতের চূড়ায় বিম্বিত হচ্ছে পৃথিবীর নানা দেশের পতাকা। তার মধ্যে আছে আমেরিকা, ইতালি, ফ্রান্স, পর্তুগাল বা ভারতের মতো দেশ, করোনা ভাইরাসের আক্রমণে যেসব দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।

সুইৎজারল্যান্ডের একটি বর্ধিষ্ণু গ্রাম জেরম্যাট। আল্পাইন পর্বতের পাদদেশে এই গ্রামের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পর্যটক আসে নানা দেশ থেকে। অবশ্য করোনা ভাইরাসের সংক্রমণের সঙ্গে সঙ্গেই পর্যটন প্রায় বন্ধ। তবে এমন পরিস্থিতিতে হতাশা নয়, বরং নতুন করে এগিয়ে যাওয়ার স্বপ্নই দেখতে চাইছেন জেরম্যাট গ্রামের অধিবাসীরা। আর সেই স্বপ্নের সঙ্গে জুড়ে নিতে চাইছেন পৃথিবীর অন্যান্য দেশগুলোকেও।

গ্রামবাসীদের পক্ষ থেকে আলোকশিল্পী গেরি হফসেটারকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই সংহতির বার্তা ফুটিয়ে তুলতে। আর তিনি প্রজেক্টরের সাহায্যে পর্বতের চূড়ায় আলো ফেলে আঁকলেন পৃথিবীর নানা দেশের পতাকার ছবি। ২৪ মার্চ থেকে আজ অবধি পর্বতের চূড়ায় ফুটে আছে সেইসব দেশের পতাকার ছবি। সেই আলোকোজ্বল ছবি সামাজিক মাধ্যমের সৌজন্যে ছড়িয়ে পড়ল পৃথিবীর নানা প্রান্তে। বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে এই ছবি দেশে নতুন করে আশার সঞ্চার হচ্ছে নানা মানুষের মনে।

দীর্ঘদিন পর্যটনের সুযোগ বন্ধ জেরম্যাট গ্রামে। পৃথিবীর নানা দেশের মানুষের সঙ্গে গ্রামবাসীদের প্রত্যক্ষ যোগাযোগের সুযোগ বন্ধ। কিন্তু তাঁরা আশা রাখেন, একদিন এই সমস্ত দুর্যোগ থেকে যাবে। আল্পাইন পর্বতের পাদদেশে আবার ভিড় করবেন নানা দেশের মানুষ। সেইসব পর্যটকদের অপেক্ষায় দিন গুনছেন গ্রামবাসীরা। আর তাঁদের প্রতীক্ষাতেই আলো জ্বেলে রেখেছেন পাহাড়ের চূড়ায়। মহামারীর দিনেও এমন দৃশ্য মন ভালো করে দেয় বৈকি।

Latest News See More