এই প্রথম ফর্মুলা-২ বিজয়ী কোনো ভারতীয়, রেসিং ট্র্যাকে তৈরি হল ইতিহাস

রেসিং ট্র্যাক ধরে ছুটে চলেছে নানা দেশের গাড়ি। আর তার মধ্যেই একটি গাড়ির চালক ভারতের প্রতিনিধি। না এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। মোটর-স্পোর্টসে ক্রমশ এগিয়ে আসছেন ভারতের যুবকরা। কিন্তু যদি দেখা যায় সবাইকে টপকে ভারতের প্রতিনিধিই এগিয়ে গেলেন চেকার্ড ফ্ল্যাগের দিকে? তাহলে অবাক হতেই হবে। আর রবিবার সাখির গ্র্যান্ড পিক্সে এমনই ইতিহাস তৈরি করলেন ভারতের মোটরচালক জেহান দারুবালা। এই প্রথম ফর্মুলা-২ রেসিং-এর প্রতিযোগিতায় আন্তর্জাতিক চ্যাম্পিয়নের শিরোপা পেলেন কোনো ভারতীয়।

একই ট্র্যাকে হাজির ছিলেন ফর্মুলা-২ রেসিং-এ অপ্রতিদ্বন্দ্বী বলে পরিচিত মিক স্কামাচার এবং ডানিয়েল টিকহ্যাম। ফলে লড়াইটা সহজ ছিল না। সময় যত এগোতে থাকে, দর্শকদের মতোই প্রতিযোগীদের উত্তেজনার পারদ বাড়তে থাকে। কিন্তু জেহান নিজের উত্তেজনাকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছিলেন। আর সেই কারণেই প্রথমে প্রথম সারিতে দেখা না গেলেও কিছুক্ষণের মধ্যেই একে একে সবাইকে টপকে যেতে থাকেন জেহান। যদিও টিকহ্যামের সঙ্গে রেসারেসি চলেছে একেবারে শেষ মুহুর্ত পর্যন্ত। কিন্তু একবার সবার সামনে এগিয়ে যাওয়ার পর কাউকেই আর সুযোগ দেননি জেহান।

জেহানের পর রেসে দ্বিতীয় স্থান দখল করেন জাপানি মোটরচালক ইয়ুকি সুনোদা। আর তৃতীয় স্থানে টিকহ্যাম। ইউরোপের মাটিতেও নিজের দেশের নাম উজ্জ্বল করে স্বাভাবিকভাবেই খুশি জেহান দারুবালা। সেইসঙ্গে তরুণ প্রজন্মের অনেকেই এই খেলায় এগিয়ে আসছে দেখে আশাবাদী জেহান। ভারতের মাটিতেও মোটরস্পোর্টস জনপ্রিয় হতে বেশি দেরি নেই বলে মনে করেন তিনি। আর তাই উৎসাহী রেসারদের উদ্দেশ্যে বলতে চান, ভারতে মোটর রেসিং-এর উপযুক্ত পরিকাঠামোর অভাব থাকলেই নিজের নিষ্ঠা আর পরিশ্রম দিয়ে সব বাধা পার হয়ে যাওয়া যায়। জেহান নিজে যখন পেরেছেন, তখন বাকিরাই বা পারবে না কেন? অবশ্য সামাজিক মাধ্যমে তাঁর ভক্তরা এর উত্তর দিয়ে দিয়েছেন। সবাই জেহান দারুবালা হন না।

Powered by Froala Editor

আরও পড়ুন
পূর্ব ভারতের প্রথম রেসিং কার টিমের আত্মপ্রকাশ, বাংলা এবার টেক্কা দেবে গতিতেও