নিজেদের শরীর-স্বাস্থ্য ভালো রাখতে কিংবা শারীরিক গঠন সুন্দর করতে কমবয়সে অনেকেই ব্যায়াম বা আজকালকার ভাষায় ‘ওয়ার্কআউট’ করে। কিন্তু এক্সারসাইজ বা জীবনে অ্যাডভেঞ্চারের নেশা প্রবীণদের মধ্যে খুব একটা দেখা যায় না। সেখানে ৫৬ বছর বয়সে কেবল মনের জোর নিয়ে ফ্রান্সের সবচেয়ে পুরনো ১,২০০ কিলোমিটারের সাইক্লিং ইভেন্ট প্যারিস-ব্রেস্ট-প্যারিস শেষ করলেন ইন্ডিয়ান আর্মির লেফটিনেন্ট জেনারেল অনিল পুরী। ২৩ আগস্ট, ২০১৯-এ শুরু করে সোজা এক টানা ৯০ ঘণ্টা না ঘুমিয়ে সাইক্লিং করেন তিনি।
এমন শক্ত মনোবল এবং ইচ্ছেকে শুভকামনা জানিয়ে টুইটারে উইশ করে ইন্ডিয়ান আর্মি। অনিলের আশা, কমবয়সি ছেলেমেয়েরা নিজেদের ছোট্ট দুনিয়া ছেড়ে এভাবেই উদ্যোগ নিয়ে বিভিন্ন জিনিসে যোগদান করবে।