বক্সিং বিশ্বকাপে বিরল সাফল্য, ভারতের ঝুলিতে ৩টি স্বর্ণপদক

সামনেই টোকিও অলিম্পিক। করোনার কারণে সময়সূচি পিছিয়েছে ঠিকই। তবে আর বেশি দেরি নেই প্রতিযোগিতার। আর অলিম্পিকে ভারতের দৃষ্টি থাকে যে প্রতিযোগিতাগুলির দিকে, তার মধ্যে বক্সিং অন্যতম। আর এই একাদশ ঘণ্টাতেই ভারতীয় ক্রীড়াব্যক্তিত্বরা তাঁদের প্রতিভার সাক্ষর রাখলেন কোলোন বক্সিং ওয়ার্ল্ডকাপে। তিনটি স্বর্ণপদক সহ মোট ৯টি পদক এসেছে ভারতের দখলে। আর প্রতিযোগিতায় অংশ নেওয়া দেশগুলির মধ্যে ভারতের ঝুলিতেই উঠেছে সবচেয়ে বেশি সংখ্যক পদক।

২০ ডিসেম্বর, ভারতের বক্সিং-এর জনক পরেশলাল রায়ের জন্মদিন। আর এই দিনেই আরও এক ইতিহাস গড়ে তুললেন ভারতীয় বক্সাররা। আগের দিনই পুরুষদের মধ্যে প্রতিযোগিতায় অমিত পাঙ্ঘল স্বর্ণপদক জয় করেছেন। আর রবিবার মহিলা-বক্সিং প্রতিযোগিতার ফাইনালে আরও দুটি স্বর্ণপদক উঠল ভারতের ঝুলিতে। একদিকে জার্মান প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সিমরনজিৎ কাউর সোনার মেডেল তুলে নিলেন। আর অন্যভাগে দুই ভারতীয় প্রতিদ্বন্দ্বীর মধ্যে মনীষা মাউন পেলেন স্বর্ণপদক। আর সাক্ষী চৌধুরী পেলেন রৌপ্য পদক। পুরুষদের মধ্যে রৌপ্যপদক পেয়েছেন সতীশ কুমার। ব্রোঞ্জ পদকজয়ী ভারতীয় বক্সার ৪ জন। এঁরা হলেন, সোনিয়া লেদার, পূজা রাণি, গৌরব সোলাঙ্কি এবং মহম্মদ হাসিমুদ্দিন।

ভারত, জার্মানি, ফ্রান্স ছাড়াও ৮টি দেশ কোলোন বিশ্বকাপে অংশ নিয়েছিল। আগামী অলিম্পিকের প্রতিযোগিতা এর থেকে কঠিন হবে নিশ্চই। তবে তার ঠিক আগে এমন সাফল্য যে প্রতিযোগিদের মধ্যে বাড়তি অক্সিজেন দেবে, সে-কথা বলাই বাহুল্য।

Powered by Froala Editor

আরও পড়ুন
ঘুঁষি খেয়েও রাজি থাকলে তবেই শেখাতেন বক্সিং, বিস্মৃতির অতলে কিংবদন্তি পরেশলাল রায়

Latest News See More