পরিবেশ সূচকে ১৮০ দেশের মধ্যে সবার শেষে ভারত!

পরিবেশরক্ষা এবং জলবায়ু পরিবর্তন রোধে বহুমাত্রিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত (India)। সম্প্রতি এমনটাই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সদ্য-প্রকাশিত বিশ্ব পরিবেশ সূচক (Environment Performance Index) বলছে অন্য কথা। ১৮০টি দেশের তালিকায় এবার ভারতের নাম সবার নিচে। স্কোর মাত্র ১৮.৯ পয়েন্ট। অন্যদিকে শীর্ষেই রয়েছে ইউরোপের দেশ ডেনমার্ক।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, কলোম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আর্থ ইনস্টিটিউট এবং ইয়েল সেন্টার অফ এনভায়রনমেন্টাল ল’ অ্যান্ড পলিসি প্রকাশিত এই সূচক তালিকায় ২০২০ সালে ভারতের স্থান ছিল ১৬৮। সেবার ভারত সংগ্রহ করেছিল ১৯.৫ পয়েন্ট। ফলে বলাই যায়, ক্রমাঙ্কের পাশাপাশি অবনতি হয়েছে ভারতের সার্বিক পরিস্থিতিরও। 

বায়ুদূষণ থেকে শুরু করে বৃক্ষচ্ছেদন, কার্বন নিঃসরণ ইত্যাদি ১১টি পরিবেশ সংক্রান্ত সমস্যাকে ভিত্তি করে ৪০টি ভিন্ন ভিন্ন বিভাগে কোনো দেশের পারফর্মেন্স বিচার করা হয় পরিবেশ সূচকে। সেই মাপদণ্ডই বলছে, পরিবেশ দূষণ রুখতে সার্বিকভাবে বড়ো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ভারতে। সেইসঙ্গে উঠে এসেছে অরণ্যনিধনের কথাও। তবে শুধু ভারত নয়, এই তালিকার শেষের দিকে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, মায়ানমার, ভিয়েতনাম-সহ দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রায় সমস্ত দেশই। প্রতিটি দেশেরই স্থান ১৬৫-এর নিচে। এই ঘটনাই যেন আরও বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে পরিবেশ বিশেষজ্ঞদের কাছে। সমগ্র ভারতীয় উপমহাদেশ-জুড়ে সংকটে প্রকৃতি— এমনটাই দাবি তাঁদের।

স্বাভাবিকভাবে এই সূচকের মোট স্কোর নির্ভর করে তিনটি বিষয়ের ওপর— বাস্তুতন্ত্রের জীবনীশক্তি, পরিবেশগত স্বাস্থ্য এবং জলবায়ুর কর্মক্ষমতা। ত্যিনটি ক্ষেত্রেই অল্প অল্প করে পিছিয়েছে ভারত। বাস্তুতন্ত্রে ভারতের সংগ্রহ ১৯.৩ পয়েন্ট। বিগত দশকের থেকেও যা কমেছে ১০ শতাংশ। বন্যপ্রাণীদের আবাসস্থল তথা তৃণভূমি এবং জলাভূমির পরিমাণ আকস্মিক হ্রাস পাওয়াই তার অন্যতম কারণ। পাশাপাশি হ্রাস পেয়েছে বায়ুর গুণমান, স্যানিটেশন এবং পানীয় জলের হাল। বর্জ্য ব্যবস্থাপনাতেও পিছিয়ে ভারত। সবমিলিয়ে এই বিভাগে ভারতের সংগ্রহ মাত্র ১২.৫ পয়েন্ট। অন্যদিকে জলবায়ু নীতির অধীনে ২১.৭ পয়েন্ট পেয়ে ১৬৫তম স্থানে ভারত। 

আরও পড়ুন
অলিম্পিকের জন্য বৃক্ষনিধন, রুখলেন প্যারিসের পরিবেশকর্মীরা

ইপিআই সূচকের বক্তব্য অনুযায়ী, পরিবেশগত সংরক্ষণের থেকে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়াই এই অবনতির কারণ। পরবর্তীতে যা ভারত-সহ গোটা উপমহাদেশকে ঠেলে দিতে পারে বিপদের দিকে। এখন দেখার এই রিপোর্ট হাতে পাওয়ার পর আদৌ প্রশাসনের জ্ঞানচক্ষুর উন্মেষ হয় কিনা…

আরও পড়ুন
ক্যানসার নিয়েও পরিবেশরক্ষার লড়াই, গোল্ডম্যান পুরস্কার মেক্সিকান তরুণীর

Powered by Froala Editor

আরও পড়ুন
পৈতৃক ৭০ একর জমিতে ঘন অরণ্য, পরিবেশ রক্ষায় অটল তেলেঙ্গানার প্রৌঢ়

More From Author See More