পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা পরাভূত - ভারত ফের উপমহাদেশের 'সেরা'

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করছে ভারত। ভারতবাসী হিসেবে তাতে গর্বিত হওয়াই স্বাভাবিক। তবে, ঋণাত্মক দিক থেকেও ফলাফল নেহাৎ খারাপ নয় দেশটির। সম্প্রতি একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে এমনটাই।

সদ্য প্রকাশিত গ্লোবাল হাংগার ইনডেক্স বা বিশ্ব ক্ষুধা সূচকের তালিকায় দেখা যাচ্ছে, ভারতের স্থান ১১৭টি দেশের মধ্যে ১০২ নম্বরে। দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে সবচেয়ে পিছনে রয়েছে ভারতের নাম। এমনকি, ভারতের আগে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, পাকিস্তানও। তালিকায় পাকিস্তান রয়েছে ৯৪ নম্বরে। বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা যথাক্রমে ৮৮, ৭৩ ও ৬৬ নম্বরে অবস্থান করছে।

মূলত কোন দেশে কত শিশু অপুষ্টিতে ভুগছে, তার ওপর নির্ভর করেই তৈরি হয় এই ইনডেক্স। ২০১৫ সালে এতে ভারতের স্থান ছিল ৯৩ নম্বরে। পিছোতে পিছোতে, আজ এসে দাঁড়িয়েছে ১০২-তে।

রিপোর্ট থেকে জানা যাচ্ছে, অত্যধিক জনসংখ্যার কারণেই এই অবস্থা আজ ভারতের। বিভিন্ন ক্ষেত্রে সাম্প্রতিককালে একাধিক অর্জনের পরেও, শিশুদের অপুষ্টির ভিত্তিতে তৈরি এমন রিপোর্ট সত্যিই আশঙ্কার। প্রতিবেশী সব দেশগুলিকেই এবারে টেক্কা দিল আমাদের মহান রাষ্ট্র। 'সাফল্য' বটে!