সারা পৃথিবীতে এখন চিরাচরিত বিদ্যুৎ উৎপাদনের বিরুদ্ধে সচেতনতা গড়ে উঠছে ধীরে ধীরে। পরিবেশকে বাঁচাতে গেলে পরিবেশে কার্বনের পরিমাণ কমাতেই হবে। আর এই সময় পৃথিবীর দ্বিতীয় জনবহুল এবং সর্বাধিক জনঘনত্বের দেশ ভারতে ভূমিকা সত্যিই গুরুত্বপূর্ণ। সম্প্রতি সেই দায়িত্বের কথা মাথায় রেখেই গুজরাটের কচ্ছ উপকূলে একটি অচিরাচরিত বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র গড়ে তলার কথা জানিয়েছে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক। আর পরিকল্পনা অনূযায়ী এই কেন্দ্র হতে চলেছে পৃথিবির বৃহত্তম অচিরাচরিত শক্তি উৎপাদন কেন্দ্র।
কিছুদিন আগেই আন্তর্জাতিক পরিবেশ সম্মেলনে যথেষ্ট সমালোচনার মধ্যে পড়তে হয়েছিল ভারতকে। এই সময়েও বারবার তাপবিদ্যুতের উপর নির্ভরশীল প্রকল্পে সম্মতি দিচ্ছে সরকার, এটাই ছিল মূল অভিযোগ। আর এই সম্মেলনের পরেই কচ্ছ বিদ্যুৎ প্রকল্পের চিন্তাভাবনা শুরু হয়। পরিকল্পনা অনূযায়ী সৌরবিদ্যুৎ এবং বায়ুবিদ্যুৎ, এই দুধরণের উৎপাদন ব্যবস্থাই থাকবে কচ্ছে। ১ লক্ষ ৮০ হাজার একর, অর্থাৎ প্রায় সিঙ্গাপুর শহরের সমান আয়তনের প্রকল্প থেকে বছরে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে বলে জানানো হয়েছে। আর এর ফলে দেশে কার্বনের ব্যবহার ১৫ শতাংশ পর্যন্ত কমবে বলে জানিয়েছে কেন্দ্র সরকার।
আয়তনে অতি ক্ষুদ্র হলেও ভারতের জনসংখ্যা সত্যিই এক উদ্বেগের কারণ। আর এই বিরাট জনসংখ্যার শক্তির চাহিদা মেটাতে ভারতে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণও যথেষ্ট বেশি। সেখানে কয়লা ও অন্যান্য জ্বালানির উপর নির্ভরশীলতা সত্যিই বিপজ্জনক। যদিও কচ্ছ প্রকল্পের সার্বিক পরিকল্পনা এখনও প্রকাশ করা হয়নি। কিন্তু ভবিষ্যত পৃথিবীর দিকে এই প্রকল্প যে এক বিরাট পদক্ষেপ, সে-কথা বলাই বাহুল্য।
Powered by Froala Editor