কোভিড সংক্রমণের নিরিখে রাশিয়াকে ছাড়িয়ে তৃতীয় স্থানে ভারত

শেষ অবধি সত্যি হল আশঙ্কা। রাশিয়াকে ছাপিয়ে গেল ভারতের করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। বিশ্বের সব থেকে সংক্রমিত দেশের তালিকায় তৃতীয় স্থানে উঠে এল ভারতের নাম।

গত দু-তিন দিনে দৈনিক আক্রান্তের সংখ্যা ঘোরাফেরা করছিল ২২-২৩ হাজারের আশেপাশে। তবে রবিবার একদিনে রেকর্ড সংখ্যক মানুষের কোভিড-১৯ টেস্ট পজিটিভ এল। আক্রান্ত হলেন ২৪ হাজার ৮৫০ জন মানুষ। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ লক্ষ ৯০ হাজারে। যার কারণে আক্রান্তের নিরিখে ভারত পেরিয়ে গেল রাশিয়াকেও। এরই পাশাপাশি আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ থেকে ৬ লক্ষে পৌঁছাতে যেখানে ৪ দিন সময় লেগেছিল। এখন সেই ১ লক্ষের বৃদ্ধি পেতে চলেছে ৮৪ ঘণ্টারও কম সময়ে। চিকিৎসকদের নতুন করে চিন্তা জাগাচ্ছে অবস্থার এই ক্রম অবনতি।

বিশ্বে এখনো অবধি করোনাভাইরাসে সবথেকে নাজেহাল অবস্থা আমেরিকার। সেখানে আক্রান্ত সাড়ে ২৯ লক্ষ মানুষ। প্রায় ১৬ লক্ষ সংক্রমণে দ্বিতীয়স্থানে থাকা ব্রাজিলের অবস্থাও বেশ করুণ। চতুর্থস্থানে থাকা রাশিয়ায় আক্রান্ত এই মুহূর্তে ৬ লক্ষ ৮১ হাজার। 

টানা ন’দিনে ভারতের দৈনিক আক্রান্তের সংখ্যা ১৮ হাজারের ওপরে। প্রতিদিনই উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তা। ভারতে মৃত্যুর সংখ্যাও ছাড়িয়েছে ১৯ হাজার। এই খারাপ অবস্থাতেও লড়াই চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। বারবার উঠে আসছে ভারতে সংক্রমণের পাশাপাশি ক্রমশ বাড়ছে সুস্থতার হারের কথাও। কিন্তু যেভাবে সংক্রমণের সংখ্যা বাড়ছে তাতে কতদিন এই অবস্থাকে ঠেকিয়ে রাখতে পারবেন চিকিৎসকরা? কোনদিকে যাচ্ছে দেশের পরিস্থিতি? ভারতে সংক্রমণ যে হারে বৃদ্ধি পাচ্ছে, এরপর ব্রাজিলকেও ছাপিয়ে গেলে খুব একটা বিস্ময় জাগবে না। তবে এই পরিস্থিতি আয়ত্তে আনতে সরকার পরবর্তীকালে কী পদক্ষেপ নেয়, সেটাই দেখার। তার দিকেই তাকিয়ে আছেন দেশের সাধারণ মানুষ, অসহায় স্বাস্থ্যকর্মীরা...

Powered by Froala Editor

Latest News See More