পৃথিবীর উষ্ণতম অঞ্চলের কথা বললেই নিশ্চই লিবিয়া, ইথিয়োপিয়া বা আমেরিকার ডেড ভ্যালির কথা মনে পড়ে। কিন্তু এই সমস্ত অঞ্চলকেই পিছনে ফেলে বর্তমানে পৃথিবীর উষ্ণতম অঞ্চলের জায়গা নিয়েছে উত্তর-ভারত। ভারতের উত্তর-পশ্চিম সীমান্ত এবং পাকিস্তানের কিছু স্থানের দৈনিক সর্বোচ্চ উষ্ণতা এতটাই বেড়ে গিয়েছে, যে রীতিমতো চিন্তিত আবহাওয়া বিশেষজ্ঞরা। ইন্ডিয়ান মেটিরিওলজিক্যাল ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী মঙ্গলবার রাজস্থানের চুরু জেলায় সর্বোচ্চ উষ্ণতা পৌঁছেছে ৫০ ডিগ্রি সেলসিয়াসে। রাজস্থানের অন্যান্য জেলার উষ্ণতাও ৪৫ ডিগ্রির বেশি। এমনকি দেশের রাজধানী দিল্লিতে সেদিনের উষ্ণতা ছিল ৪৭.৬ ডিগ্রি সেলসিয়াস।
বেশ কিছুদিন ধরেই উত্তর ভারতের উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল শুষ্ক হাওয়া। আর সেই বায়ুপ্রবাহের ফলেই হঠাৎ এই অঞ্চলের উষ্ণতা বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন আইএমডির আধিকারিকরা। রাজস্থান দিল্লি ছাড়াও উষ্ণতা বৃদ্ধি পেয়েছে উত্তরপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র প্রভৃতি রাজ্যেও। পাকিস্তানের জাকোবাবাদ অঞ্চলের উষ্ণতাও ৫০ ডিগ্রির উপরে পৌঁছে গিয়েছে। তবে ইতিমধ্যে পশ্চিম অঞ্চলে গভীর নিম্নচাপ সংগঠিত হয়েছে এবং বৃহস্পতিবার থেকেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভবনা আছে। বৃষ্টিপাতের ফলে উষ্ণতা আবার নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদী বিশেষজ্ঞরা।
বিগত কিছু বছর ধরেই ভারত এবং পাকিস্তানের উত্তর অংশে তাপপ্রবাহ ভয়ানক চেহারা নিচ্ছে। আর গরম বাতাসের সঙ্গে মিশে থাকে ধূলিকণা। এমন পরিস্থিতিতে বাড়ির বাইরে বেরোনো সত্যিই আশঙ্কাজনক। গতবছর তাপপ্রবাহের ফলে ভারতে ১৮৪ জনের মৃত্যু হয়েছে। এবছর তাই আগে থেকেই সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। উত্তর ভারতে এখন করোনার পাশাপাশি আরও এক আতঙ্ক এই তাপপ্রবাহ। তবে লকডাউনের পরিস্থিতিতে এখনও কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
Powered by Froala Editor