করোনার থাবা ক্রীড়ামহলেও, আক্রান্ত ভারতীয় হকি দলের অধিনায়ক-সহ আরও চার

করোনা এবার থাবা বসাল ভারতের ক্রীড়ামহলেও। আক্রান্ত হলেন জাতীয় হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং এবং আরও চার খেলোয়াড়। শুক্রবার সকালে বেঙ্গালুরুতে এই পাঁচ হকি খেলোয়াড়ের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

আক্রান্ত হয়েছেন জসকারণ সিং, সুরেন্দার কুমার, বরুণ কুমার এবং গোলকিপার কৃষণ পাঠক। লকডাউন উঠে যাওয়ার কারণে ছুটিতে একমাস বাড়িতে থাকার পর সম্পূর্ণ ভারতীয় জাতীয় হকি দল অংশ নিয়েছিল বেঙ্গালুরুতে আয়োজিত জাতীয় শিবিরে। উপস্থিত ছিলেন এই পাঁচ খেলোয়াড়ও। ছুটি কাটিয়ে মাঠে ফেরার আগে সাই বাধ্যতামূলক করেছিল করোনার পরীক্ষা। আর সেখানেই পজিটিভ আসে তাঁদের রিপোর্ট। আশঙ্কা করা হচ্ছে বাড়ি থেকে বেঙ্গালুরুতে যাত্রাপথেই কোনোভাবে সংক্রমিত হয়েছেন তাঁরা।

শুরুতেই প্রত্যেক খেলোয়াড়ের কোভিড টেস্ট করানো হয়েছিল বেঙ্গালুরুতে। কিন্তু তখন এই পাঁচ খেলোয়াড়েরই রিপোর্ট নেগেটিভ আসে। কয়েকদিন পর মনপ্রীত সিং এবং সুরেন্দার কুমারের মধ্যে দেখা যায় কোভিডের উপসর্গ। দ্বিতীয়বারের টেস্টে ধরা পড়ে করোনাভাইরাসের অস্তিত্ব। সেই সঙ্গে পজিটিভ আসে আরও তিন খেলোয়াড়ের। বর্তমানে সাইয়ের ক্যাম্পাসেই সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন তাঁরা। আইসোলেশনে রাখা হয়েছে বাকি খেলোয়াড়দেরও। জাতীয় হকি দলের অধিনায়ক জানান, স্বাস্থ্য এবং পরিষেবার বিষয়ে সমস্তরকম ব্যবস্থা নিয়েছে সাই। দ্রুত অসুস্থতা কাটিয়ে উঠবেন বলেই আশাবাদী তিনি। 

অন্যদিকে আরও কঠিন হচ্ছে ভারতের সার্বিক করোনার চিত্র। এদিন ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬১ হাজার মানুষ। টানা দু’দিন সংক্রমণের সংখ্যা এই নিয়ে ৬০ হাজার পেরিয়ে গেল। একদিনে মৃত্যুও ছুঁয়েছে ৯২৩। বেহাল অবস্থা রাজ্যেরও। আক্রান্তের সংখ্যা ছুঁল ৯০ হাজার। আক্রান্ত হলেন ২৯১২ জন মানুষ। ক্রমবর্ধমান পরিস্থিতি ক্রমশ চিন্তা বাড়াচ্ছে চিকিৎসা মহলের...

আরও পড়ুন
প্রতি ১৫ সেকেন্ডে একটি করে প্রাণ কেড়ে নিচ্ছে করোনা, ভয়াবহ পরিসংখ্যানের সাক্ষী পৃথিবী

Powered by Froala Editor

Latest News See More