২০১৯-এ বিপুল পরিমাণে বাঘ এবং চিতাবাঘ মারা গেছে ভারতে, চাঞ্চল্যকর রিপোর্ট

‘তিনি’ ভারতের জাতীয় পশু। অথচ গত বছরটা তাঁর জন্য একেবারেই ভালো যায়নি। সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, ২০১৯-এ এই দেশে বেশ ভাল সংখ্যক রয়্যাল বেঙ্গল টাইগার এবং লেপার্ড মারা গেছে। যার ফলে ব্যাঘ্র সংরক্ষণ কর্মসূচি ধাক্কা খেল বলেই মনে করছেন পরিবেশবিদরা।

ওয়াইল্ডলাইফ প্রোটেকশন সোসাইটি অফ ইন্ডিয়ার এই সাম্প্রতিক রিপোর্ট বলছে, গত বছর ভারতে ১১০টি বাঘ মারা গেছে; যা কিনা ২০১৮-এর পরিসংখ্যানের থেকেও বেশি। রিপোর্টে এও বলা আছে, এই ১১০-এর মধ্যে অন্তত ৩৮টি বাঘ মারা গেছে চোরাশিকারিদের হাতে। পথ দুর্ঘটনাতেও বেশ কিছু বাঘের মৃত্যু হয়েছে বলে জানাচ্ছেন তাঁরা। তবে সবথেকে ভয়ের দিকটি হল, মোট ৫৭টি বাঘ মারা গেছে টাইগার রিজার্ভের ভেতরে! এত সুরক্ষার মধ্যেও কেমন করে বাঘ মারা যায়, কী করে চোরাশিকার হয়, উঠছে সেই সব প্রশ্ন।

‘টাইগার স্টেট’ বলে খ্যাত মধ্যপ্রদেশেও ২৩টি বাঘ মারা গিয়েছে গতবছর। শুধু বাঘই নয়, ওই রিপোর্ট অনুযায়ী ৪৯১টি চিতাবাঘও মারা গেছে! বিশেষজ্ঞরা অতিরিক্ত নগরায়নকেই দায়ী করেছেন এর জন্য। সেই সঙ্গে রয়েছে নজরদারির অভাব। এছাড়াও, জায়গা ছোট হয়ে আসার ফলে এই বন্য জন্তুদের নিজেদের মধ্যে লড়াই করার প্রবণতাও বেড়ে যাচ্ছে। যার ফলে এত সংখ্যক মৃত্যু। বন্যপ্রাণ সংরক্ষণ, বাঘ সংরক্ষণ নিয়ে যাবতীয় প্রচার কি তবে সব বিফলে যাবে?

Latest News See More