কেটেলবেল খেলায় দু’বারের বিশ্বজয়ী এই বঙ্গতনয়া!

এক অলিম্পিকে সাত-সাতটি পদক। নিঃসন্দেহে টোকিও অলিম্পিক ভারতীয় ইতিহাসের এক গর্বের অধ্যায়। আর তা নিয়ে মাতামাতি স্বাভাবিকই। তবে এই কোলাহলের মধ্যে নীরবেই এক বৃহত্তর ক্রীড়াযুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন এক বঙ্গতনয়া। ভারতকে স্বর্ণপদক এনে দেওয়াই এখন তাঁর একমাত্র লক্ষ্য। আগামী নভেম্বর মাসে ফ্রান্সে অনুষ্ঠিত হতে চলেছে কেটলবেল বিশ্ব চ্যাম্পিয়নশিপ। সেখানেই ভারতের প্রতিনিধিত্ব করতে চলেছেন কলকাতার তরুণী শিবানী আগারওয়াল। স্বর্ণপদকের অন্যতম দাবিদার হিসাবেও মনে করা হচ্ছে তাঁকে। 

তবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে মতো আন্তর্জাতিক মঞ্চে লড়াই করতে গেলেও, প্রচারের আড়ালেই রয়ে গেছেন শিবানী। আসলে এই খেলার সঙ্গেই পরিচিত নন অধিকাংশ বাঙালি তথা ভারতবাসী। কেটলবেল মূলত এক বিশেষ ধরনের ভারোত্তলনের খেলা। কেটলির আকারের দুটি ভারি বল পায়ের মাঝে রেখে তা বৃত্তাকার পথে তুলতে হয় মাথার ওপরে। তারপর তা আবার পায়ের মাঝে এনে রাখতে হয়। ১০ মিনিটের মধ্যে কেটলবলের এই আবর্তন সংখ্যাই ম্যাচের ভাগ্যনির্ধারক। 

মূলত অখণ্ড সোভিয়েতেই জন্ম এই খেলার। সেখানেই ব্যাপক আকারে প্রচলিত ছিল কেটলবেল। সোভিয়েত ভেঙে যাওয়ার পর তাজাকিস্তান, উজবেকিস্তান, ইউক্রেনের জন্মের পর আন্তর্জাতিক মাত্রা পায় কেটলবেল। পরবর্তীতে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশেও জনপ্রিয়তা পায়। বর্তমানে ম্যারাথন সংস্থা এবং আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা স্বীকৃতি দিয়েছে এই খেলাটিকে। তারাই আয়োজন করে বিশ্বচ্যাম্পিয়নশিপ-সহ কেটলবলের অন্যান্য আন্তর্জাতিক টুর্নামেন্টগুলি। কুস্তি ও বক্সিং-এর মতোই এই খেলায় রয়েছে ভার অনুযায়ী বিভিন্ন বিভাগ। 

সাম্প্রতিক, সময়ে বিশ্বের মানচিত্রে এই খেলায় দাপট বজায় রেখেছে ভারত। আর তাঁর নেপথ্যে রয়েছেন কলকাতার তরুণী শিবানী। ইতিমধ্যেই বিশ্বচ্যাম্পিয়নশিপে তিনি পকেটস্থ করেছেন দু’-দুটি স্বর্ণপদক। ২০১৮ সালে উজবেকিস্তান এবং ২০১৯ সালে মেলবোর্নে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপে ৩৫-৩৯ কেজি বিভাগে সোনা এনেছেন বঙ্গতনয়া। পাশাপাশি ফ্রিস্টাইলে রয়েছে রৌপ্যপদকও। এমনই চোখধাঁধাঁনো ট্র্যাকরেকর্ড নিয়েই নভেম্বরে মাঠে নামতে চলেছেন শিবানী। এক প্রকার পদকজয় তাঁর নিশ্চিত। এখন দেখার তিনি স্বর্ণপদকের হ্যাট্রিক করতে পারেন কিনা।

আরও পড়ুন
৮ মাসের শিশুর প্রাণ বাঁচাতে অলিম্পিক পদক নিলামে তুললেন পোলিশ তরুণী

আগামীদিনে অলিম্পিকেও এই অভিনব খেলার সংযোজনের কথা চলছে। আর তা যদি সত্যি হয়, তবে মহিলা বিভাগে ভারতের স্বর্ণপদক এককথায় বাঁধা। তবে তার আগেই তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়নের খেতাব জিতে ইতিহাস তৈরি করুন শিবানী, এমনটাই চাইছে তিলোত্তমা…

আরও পড়ুন
মাত্র ৫ জন প্রতিযোগী নিয়েই তিনটি পদক, অলিম্পিকজয়ী ক্ষুদ্রতম দেশের গল্প

Powered by Froala Editor

আরও পড়ুন
অলিম্পিকে মশাল রিলের ভারতীয় প্রতিনিধি আজ চা-বাগানের কুলি

Latest News See More