করোনা মহামারীর কারণে থমকে গিয়েছিল গোটা দেশের শিক্ষা ব্যবসা। প্রভাব পড়েছিল ছাত্র-ছাত্রীদের ওপর। তবে সবচেয়ে বেশি প্রতিকূলতার সম্মুখীন হয়েছিলেন দৃষ্টিহীন শিক্ষার্থী এবং কলাকুশলীরা। এবার তাঁদের জন্যই বিশেষ উদ্যোগ নিল নাগপুরের দুটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা। দৃষ্টিহীনদের জন্য খুলল স্বতন্ত্র ইন্টারনেট রেডিও স্টেশন— 'রেডিও অক্ষ' (Radio Aksh)। উল্লেখ্য, ভারতে এই ধরনের উদ্যোগ এই প্রথম।
দ্য ব্লাইন্ড রিলিফ অ্যাসোসিয়েশন। লকডাউনের সময় থেকেই দৃষ্টিহীনদের জন্য বিশেষ রেডিও স্টেশন খোলার চেষ্টা চালিয়ে এসেছে নাগপুরের এই ৯৬ বছরের পুরনো প্রতিষ্ঠান। সম্প্রতি আরও এক স্বেচ্ছাসেবী সংস্থা ‘সমদৃষ্টি ক্ষমতা বিকাশ আভম’-এর সঙ্গে গাঁট ছড়া বেঁধে সেই পরিকল্পনা বাস্তবায়িত করল নাগপুরের সংস্থাটি। গত ১২ এপ্রিল উদ্বোধন হয় সদ্য-প্রতিষ্ঠিত রেডিও চ্যানেলটির।
উল্লেখ্য, ইন্টারনেট ভিত্তিক রেডিও স্টেশন হওয়ায় এফএম কিংবা মিটারওয়েভের মতো কোনো ভৌগলিক সীমা নেই ‘রেডিও অক্ষ’-এর। ফলে, ভারতের প্রায় সমস্ত প্রান্ত থেকেই এই রেডিও স্টেশনের সম্প্রচার ধরতে পারবেন ব্যবহারকারীরা। যা অত্যন্ত ইতিবাচক দিক তো বটেই। এই সুবিধার স্পষ্ট ছাপ পড়েছে ব্যবহারকারীর সংখ্যাতেও। মাত্র তিন দিনের মধ্যেই দুশোর গণ্ডি পেরিয়েছে গ্রাহক সংখ্যা। অ্যাপেল স্টোর এবং গুগল প্লে-স্টোর— দুটি অ্যাপ ডাউনলোডিং প্ল্যাটফর্মেই বর্তমানে উপলব্ধ এই রেডিও-র অ্যাপ্লিকেশন।
বর্তমানে প্রতিদিন ৬ ঘণ্টা করে সম্প্রচার চলছে এই রেডিও স্টেশন থেকে। তবে উদ্যোক্তাদের লক্ষ্য, আগামীদিনে ২৪ ঘণ্টাই এই রেডিও স্টেশন চালু রাখা। প্রতিবন্ধী শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই অনুষ্ঠানসূচি সাজিয়েছে সংশ্লিষ্ট রেডিও কর্তৃপক্ষ। অডিও বুকের পাঠ এবং অন্যান্য নানান বিষয়ে শিক্ষামূলক আলোচনা চলবে এই রেডিও স্টেশনে। তাছাড়াও মাথায় রাখা হয়েছে বিনোদনের কথাও। মূলত, দৃষ্টিহীন শিল্পীদের জায়গা করে দেওয়া হবে এই নবনির্মিত প্ল্যাটফর্মে। পাশাপাশি সম্পাদনা থেকে শুরু করে কন্টেন্ট— এই রেডিওস্টেশন সম্পূর্ণভাবেই পরিচালিত হবে দৃষ্টিহীনদের মাধ্যমে। অন্যান্য প্রশাসনিক কাজের সুযোগ পাবেন গৃহবধূরা। সবমিলিয়ে মহিলা এবং প্রতিবন্ধীদের ক্ষমতায়নেরই পথ দেখাচ্ছে নাগপুরের এই রেডিও স্টেশন…
Powered by Froala Editor