ভাইরাসের সংক্রমণ, মহামারীর আবহ একপ্রকার ত্রস্ত করে রেখেছে মানুষকে। প্রতিদিনই দেশে তৈরি হচ্ছে নতুন রেকর্ড। কিন্তু এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই এবার দেশবাসীর কাছে এল সুসংবাদ। সদ্য-প্রকাশিত উদ্ভাবনী সূচকের তালিকায় ভারতে জায়গা পেল প্রথম ৫০-এ, এই প্রথমবার। গত বছর দেশের স্থান ছিল ৫২। এবার সেখান থেকেই ৪৮-এ উঠে এল ভারত।
ডব্লুআইপিও, কর্নেল বিশ্ববিদ্যালয় এবং ইনসিড বিজনেস স্কুল এই তালিকা প্রস্তুতির দায়িত্বে ছিল। গত ২ সেপ্টেম্বর প্রকাশ পায় এই তালিকা। যদিও এই তালিকার শীর্ষ দশটি স্থান অধিকার করে রেখেছে সুইজারল্যান্ড, আমেরিকা, সুইডেন, নেদারল্যান্ড এবং ব্রিটেনের মতো উন্নত দেশগুলি। তাও তালিকার সার্বিক রেখাচিত্র চিহ্নিত করছে, উদ্ভাবনীর শক্তির কেন্দ্র আস্তে আস্তে সরে আসছে পূর্বের দেশগুলিতে। গত কয়েকবছরে অভাবনীয় উন্নতি করেছে ভারত এবং চিন, এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
তবে ভারতের ক্রমিক ৪৮ হলেও তথ্যপ্রযুক্তি, অনলাইন সরকারি পরিষেবা, বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং-এ গ্র্যাজুয়েশন ইত্যাদি কয়েকটি ক্ষেত্রে বিশ্বের প্রথম ১৫ দেশের মধ্যেই রয়েছে ভারত। তালিকার ঘোষণাপত্রে বিশেষভাবে প্রশংসিত হয়েছে দিল্লি, বম্বে আইআইটি এবং আইআইএসসি ব্যাঙ্গালোরের মতো প্রতিষ্ঠানের নাম। উল্লেখ্য আয়ের নিরিখে অনেক দেশের থেকে পিছিয়ে থাকার পরেও ভারতের এই উন্নয়নে অবাক নির্বাচক কমিটির বিশেষজ্ঞরা...
Powered by Froala Editor