হারিয়ে যাবে পিরিপকুরা উপজাতি, চিন্তিত ব্রাজিলের পরিবেশকর্মীরা

প্রতিদিন একটু একটু করে হারিয়ে যাচ্ছে আমাজনের (Amazon) অরণ্য। হারাতে বসেছে সেখানে বসবাসকারী উপজাতিদের অস্তিত্বও। সম্প্রতি এমন আশঙ্কার কথাই শুনিয়েছে ব্রাজিলের একাধিক অরণ্য ও উপজাতি সুরক্ষা সংগঠন। আর এর মধ্যে সবচেয়ে কঠিন পরিস্থিতিতে বসবাস করছেন পিরিপকুরা উপজাতির (Piripkura Tribe) মানুষরা। ১৯৮০ সালের আগে পর্যন্ত এই উপজাতির অস্তিত্বের কথাই জানতেন না কেউ। সভ্য সমাজের কাছে সবচেয়ে নতুন উপজাতি এই পিরিপকুরা। তাঁদের জীবনযাত্রাও তাই অনেকটাই দূরবর্তী। সরকারিভাবে তাঁদের বসবাসের এলাকাকে সংরক্ষিত অঞ্চল হিসাবে চিহ্নিত করা হলেও ক্রমশ সেখানে সভ্য মানুষের অনুপ্রবেশ ঘটছে। সেইসঙ্গে আরও সংকটাপন্ন হয়ে উঠছে উপজাতির মানুষদের জীবন।

১৯৮০ সালে পিরিপকুরা উপজাতির দুজন সদস্যকে নাগরিক জীবনে নিয়ে আসার চেষ্টা চলেছিল। তার মধ্যে রিতা পিরিপকুরা আজও জীবিত আছেন। স্থায়ীভাবে পিরিপকুরা উপজাতির মানুষদের সঙ্গে আর থাকতে পারেন না তিনি। তবে মাঝেমাঝেই পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান। তাঁর দুই ভাইপো পাকিই এবং তামান্ডুয়া আজও উপজাতির সঙ্গেই থাকেন। এছাড়া এই উপজাতির আর কোনো সদস্যের কথা জানা যায় না। তবে রিতার মতে, আরও অন্তত ১৩ জন পিরিপকুরা বেঁচে রয়েছেন। কিন্তু কতদিন বেঁচে থাকতে পারবেন, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। সম্প্রতি স্যাটেলাইট প্রেরিত একটি ছবিতে দেখা গিয়েছে, পিরিপকুরাদের জন্য সংরক্ষিত ১৩১ হাজার হেক্টর অরণ্যের মধ্যেই গড়ে উঠেছে অন্তত ৪টি পশুখামার। পশুদের খাবারের জন্য অরণ্য ধ্বংস করে তৈরি হয়েছে তৃণভূমি। এমনকি এই অঞ্চলের ওপর দিয়েই পাকা রাস্তা নির্মাণের কাজও শুরু হয়ে গিয়েছে।

ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারোর অরণ্যনীতি নিয়ে বহুবার সমালোচনার ঝড় উঠেছে। এই পরিবেশ সংকটের সময় দাঁড়িয়েও তিনি অরণ্যের চেয়ে শিল্পায়নকে গুরুত্ব দিয়ে এসেছেন বারবার। এমনকি পিরিপকুরা উপজাতির সংরক্ষিত অঞ্চলে খননকার্যের জন্য জমি লিজ দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। তবে শেষ পর্যন্ত নাগরিক সমাজ থেকে প্রতিবাদ ওঠায় ৬ মাসের জন্য সমস্ত প্রকল্প বন্ধ রাখার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট। কিন্তু স্থায়ী কোনো পরিকল্পনাই নেওয়া হয়নি। এদিকে ১৯৮০ সালে সভ্য মানুষদের সংস্পর্শে আসার পর অন্তত ২ বার ভয়ঙ্কর মহামারীর কবলে পড়েছিলেন পিরিপকুরা উপজাতির মানুষরা। সেই আতঙ্ক থেকেই আরও বেশি করে দূরত্ব রেখে চলেছেন তাঁরা। বনকর্মীদের সঙ্গেও যোগাযোগ রাখেন না তাঁরা। এমনকি এই দূরত্ব বজায় রাখার জন্য বারবার বাসস্থান বদলাতে হয়েছে তাঁদের। তাই কৃষিকাজ পুরোপুরি বন্ধ করে দিয়েছেন তাঁরা। অবশ্য পিরিপকুরা উপজাতির মানুষরা পুরোপুরি শিকারী এবং সংগ্রাহক নন। দীর্ঘদিন ধরেই কৃষিকাজ করে আসছেন তাঁরা।

সরকারি অরণ্যনীতির জন্য এভাবেই বদলে যাচ্ছে উপজাতির মানুষদের জীবনযাত্রা। সঙ্গে সবসময় আতঙ্ক তো রয়েছেই। তাছাড়া পরিসংখ্যান বলছে, গত ৫ বছরে সবচেয়ে বেশি অরণ্যনিধন ঘটেছে পিরিপকুরাদের জন্য সংরক্ষিত অঞ্চলেই। এই ধারা অব্যাহত থাকলে গোটা উপজাতিটিই যে হারিয়ে যাবে, তাতে সন্দেহের অবকাশ নেই। সময় থাকতে কি আদৌ সচেতন হবে সরকার?

Powered by Froala Editor