ছোটবেলায় টারজান পড়ে বড় হননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। এডগার এরোজ বাইজের লেখা বিখ্যাত টারজান চরিত্রকে কেন্দ্র করে সারা বিশ্বে বহু সিনেমা, নাটক বানানো হয়েছে। আর বাস্তবিক, সেই টারজনের দেখা মিলল খোদ ভারতে।
আটচল্লিশ বছর ধরে প্রকৃতির কোলেই বসবাস কেনচাপ্পা গৌড়ার। বর্তমানে তাঁর বয়স একাত্তর। দক্ষিণ ভারতের কন্নড়ে সুলিয়া এলাকায় মারগাঞ্জ গ্রামের একটি জঙ্গলে বাস করেন এই ভদ্রলোক। মাত্র তেইশ বছর বয়সে জঙ্গলে বসবাস করার সিদ্ধান্ত নেন কেনচাপ্পা।
তেইশ বছর বয়সে কারোর পক্ষে জঙ্গল এসে থাকা খুব সহজ নয়। সহজ ছিল না এই বৃদ্ধের জীবনও। নারকোল পাতায় মোড়া একটা ছোট একচালা ঘরেই তাঁর বসবাস। হাতির আক্রমণে তাঁর একচালা ঘর বহুবার ভেঙে পড়েছে। নিজে হাতেই আবার তা বানিয়ে নিয়েছেন তিনি।
আলু দিয়ে বানানো খাবারেই তাঁর দিনান্তের খিদে মেটে। তার এই জীবন-যাপন গল্পের চেয়ে এতটুকুও কম রোমহষর্ক নয়।
গল্পের টারজান বিপদে পড়ে আফ্রিকার জঙ্গলে থেকে গেছিলেন, মিশে গেছিলেন সবুজ প্রকৃতির কোলে। কারণ ভিন্ন হলেও এ যেন বাস্তবে টারজানের-ই গল্প। কল্পনার এই চরিত্র বাস্তবেও ঘরে ফিরিয়ে দিচ্ছে টারজানকে।