আত্মহত্যা বাড়ছে আমেরিকায়, অপরাধ-প্রবণতাও, দায়ী পরিবেশ দূষণ

পরিবেশ দূষিত হচ্ছে ক্রমশ। বেড়ে যাচ্ছে পৃথিবীর উষ্ণতা। তাতেই বদলে যাচ্ছে আবহাওয়ার গতিবিধি। আর এই সবকিছুই বাড়িয়ে দিচ্ছে মৃত্যুর সংখ্যা। সম্প্রতি ইম্পেরিয়াল কলেজের গবেষকদের এমন একটি রিপোর্ট চাঞ্চল্য ফেলেছে আমেরিকায়।

নেচার মেডিসিন জার্নালে প্রকাশ পাওয়া এই রিপোর্টে পরিবেশ দূষণের একটি ভিন্ন দিক তুলে ধরা হয়েছে। ইম্পেরিয়াল কলেজের গবেষকরা জানাচ্ছেন, ১৯৮০ থেকে ২০১৭—এই দীর্ঘ সময়ের যাবতীয় তথ্য নিয়ে কাজ করা হয়েছে। দুর্ঘটনা-জনিত, আঘাত-জনিত মৃত্যু তো বেড়েছেই। সেই সঙ্গে বেড়েছে প্রাকৃতিক দুর্যোগ, রোগের কারণে মৃত্যুর ঘটনাও। তবে এসবের মধ্যে আরও একটি জিনিসের দিকে তাঁরা ইঙ্গিত দিয়েছেন। এই জলবায়ু পরিবর্তন, খামখেয়ালিপনা এবং দূষণ— এই সমস্ত কিছু একজন মানুষের মানসিক দিক থেকেও ক্ষতি করছে। সেই জন্য এই রিপোর্টে আত্মহত্যা বা উঁচুতলা থেকে পড়ে মৃত্যুর ঘটনাও যোগ করা হয়েছে। সেই সঙ্গে বাড়ছে অপরাধমূলক ঘটনা। উল্লেখ্য, যত জলবায়ু পরিবর্তিত হচ্ছে, ততই পাল্লা দিয়ে বাড়ছে এই ঘটনা। বিগত সময় আমেরিকাতে শুধু এইসব কারণেই ২,১৩৫ জন মানুষ মারা গেছেন।

দূষণ, উষ্ণতা বেড়ে যাওয়া, জলবায়ুর খামখেয়ালিপনা— এইসবের জন্য মানুষ কেন, অন্যান্য জীবজন্তুদের মৃত্যুর খবর আমরা প্রায়শই শুনতে পাই। কিন্তু এই সব মানসিক দিক থেকেও ক্ষতি করছে, সেটাই নতুন করে উঠে এল এই গবেষণায়। শুধু আমেরিকাতেই এই গবেষণা করা হয়েছে। গোটা বিশ্বের নিরিখে দেখলে এই সংখ্যা যে বাড়বে বই কমবে না, তা বলাই বাহুল্য।

More From Author See More

Latest News See More