রেকর্ড মূল্যে বিক্রির পথে ফ্রিদা কাহলোর আত্মপ্রতিকৃতি

১৯৪৯ সাল, ভিতরে ভিতরে তখন শরীর ভাঙছে মেক্সিকান শিল্পী ফ্রিদা কাহলোর (Frida Kahlo)। এই সময়েই রং-তুলি নিয়ে এঁকে ফেললেন এক অদ্ভুত ছবি। আসলে নিজেরই আত্মপ্রতিকৃতি। ফ্রিদা কাহলোর বিখ্যাত ছবিগুলির বেশিরভাগই আত্মপ্রতিকৃতি। তবে এই ছবি তার থেকে একটু আলাদা। এখানে শিল্পীর নিজের মুখের সঙ্গেই রয়েছে তাঁর স্বামী দিয়েগো রিভেরার মুখও। আর ছবির নাম, ‘দিয়েগো ওয়াই ইয়ো’, অর্থাৎ দিয়েগো এবং আমি। চলতি বছরেই ছবিটি পুণরায় নিলামে উঠবে বলে জানিয়েছে মার্কিন বাণিজ্যিক সংস্থা সথেবি’জ। আর সেইসঙ্গে পূর্ববর্তী সমস্ত নিলামের রেকর্ডও ভাঙতে চলেছে ছবিটি। সথেবি’জ-এর পক্ষ থেকে ছবিটির আনুমানিক মূল্য স্থির করা হয়েছে ৩০ মিলিয়ন ডলার। যা ফ্রিদার অন্যান্য ছবিকে তো বটেই, লাতিন আমেরিকার যেকোনো শিল্পীর ছবির মূল্যকে অনেকটাই পিছনে ফেলে দিতে চলেছে।

ফ্রিদা কাহলো এবং দিয়েগো রিভেরার সম্পর্ক খুব মসৃণ ছিল না। যদিও দিয়েগোকেই তিনি শিল্পের অনুপ্রেরণা বলে মনে করতেন, তবে দাম্পত্য জীবনে একাধিকবার জটিলতা তৈরি হয়েছে দুজনের মধ্যে। ১৯৩৯ সালে দুজনের বিচ্ছেদ হয়ে যায়। আবার ১৯৪০ সালে বিবাহ করেন তাঁরা। এর পর থেকেই একের পর এক আত্মপ্রতিকৃতি আঁকতে দেখা যায় ফ্রিদাকে। সেখানে বারবার উঠে এসেছে নিজের ধ্বস্ত চেহারাটাই। তবে ‘দিয়েগো ওয়াই ইয়ো’ ছবিতে যে চেহারা ফুটিয়ে তুলেছেন, তাই বোধহয় চূড়ান্ত পর্যায় ছিল। সাধারণত প্রতিটা আত্মপ্রতিকৃতিতেই চুল বাঁধা অবস্থায় দেখা গিয়েছে ফ্রিদাকে। এখানে এলোমেলো খোলা চুল মুখের দুপাশে ঘিরে আছে। গালের লাল রং যেন মুখটা আরও বীভৎস করে তুলেছে। ফ্রিদার কপালের ঠিক মাঝখানে, যেখানে তৃতীয় চোখের অবস্থান কল্পনা করা হয়, সেখানেই রয়েছেন দিয়েগো। রূপকার্থে ফ্রিদা বুঝিয়ে দিয়েছেন দিয়েগো তাঁর মনের কতটা গভীরে রয়েছেন। কিন্তু দিয়েগোর কপালের মাঝেও রয়েছে একটি তৃতীয় চোখ। অনেকের মতে এই ছবিতে ফ্রিদার বন্ধু মারিয়া ফেলিক্সের সঙ্গে দিয়েগোর সম্পর্কের বিষয়েই ইঙ্গিত করেছেন তিনি।

১৯৯০ সালে শেষবার নিলামে উঠেছিল ফ্রিদার এই ছবিটি। তখন দাম ছিল ১.৪ মিলিয়ন ডলার। ২০১৬ সালে ফ্রিদার একটি ছবি বিক্রি হয় ৮ মিলিয়ন ডলারে। সেটিই এখনও পর্যন্ত সবচেয়ে বেশি মূল্য। এছাড়া ২০১৮ সালে দিয়েগোর একটি ছবি বিক্রি হয়েছিল ৯.৮ মিলিয়ন ডলারে। লাতিন আমেরিকার শিল্পে তা এখনও অবধি রেকর্ড। এই সমস্ত রেকর্ডকে ছাপিয়ে যেতে চলেছে এবারের মূল্য। অক্টোবর মাসের শেষেই নিলামের আয়োজন করেছে সথেবি’জ। শেষ পর্যন্ত কত দামে বিক্রি হয় ছবিটি, আপাতত সেদিকেই তাকিয়ে আছেন শিল্প সমালোচকরা।

Powered by Froala Editor

আরও পড়ুন
লন্ডনের নিলামে প্রায় ৫ কোটি টাকায় বিক্রি হল রবীন্দ্রনাথের আঁকা ছবি