ছায়াপথের অন্য দিকের পৃথিবীতে দাপিয়ে বেড়াত ডাইনোসররা

কয়েকশো মিলিয়ন বছর আগে ডাইনোসররা দাপিয়ে বেড়াত গোটা পৃথিবীতে। তা নিয়ে কম সিনেমা হয়নি এখনও পর্যন্ত। ডাইনসোরের হারিয়ে যাওয়ার কারণ নিয়েও রয়েছে নানা মত, সঠিক কারণ খুঁজতে এখনও বিজ্ঞানীরা গবেষণা করে চলেছেন। আর তা থেকেই উঠে এল এক অবাক করা তথ্য। নাসার বিজ্ঞানী জেসি ক্রিস্টিয়ানসেন-এর একটি অ্যানিমেশন থেকে জানা গেল, ডাইনসোররা কত বছর রাজত্ব করেছিল এবং সে তুলনায় মানবজাতির টিকে থাকার সময়কাল কতটা কম।

সূর্য এই মহাবিশ্বের কেন্দ্রে ২৫০ মিলিয়ন বছরের কাছাকাছি সময়ে তার ঘূর্ণন সম্পন্ন করে। ক্রিস্টিয়ানসেন মনে করেন, কয়েক মিলিয়ন বছর আগে ছায়াপথের একটি অন্য অংশে যখন এই গ্রহের অবস্থান ছিল, তখন ডাইনোসররাই পৃথিবী শাসন করত। সৌরমণ্ডলের অবস্থান সে সময়ে সম্পূর্ণ উল্টো ছিল বলে দাবি তাঁর। এ-খবরে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন বিজ্ঞানের ছাত্রছাত্রীরা।

https://twitter.com/aussiastronomer/status/1166773845400801281

মহাবিশ্বের ঘূর্ণনের সঙ্গে ডাইনোসরদের বিবর্তন নিয়ে এখনও গবেষণা চালাচ্ছেন ক্রিটিয়ানসেন। তাঁর গবেষণা থেকে উঠে আসা এই তথ্যগুলো আগামী দিনে অজানা অনেক দিক খুলে দেবে বলে ধারণা বিজ্ঞানীদের।

Latest News See More