করোনা ও বন্যার যৌথ বিপর্যয়ে বিধ্বস্ত বাংলাদেশের ৫০ লক্ষ মানুষ

১৯৮৮ সালের পর ২০২০। বাংলাদেশ এত দীর্ঘস্থায়ী বন্যার শিকার হয়নি কখনও। তার ওপরেই করোনাভাইরাসের মহামারী অবস্থাকে আরোই প্রতিকূল করে তুলেছে। বাংলাদেশে বন্যা এবং মহামারী— এই দুই বিপর্যয়ের সাঁড়াশি চাপে এখনও অবধি বিপর্যস্ত প্রায় ৫০ লক্ষ মানুষ। মৃত্যু হয়েছে ৪১ জনের।

গত মাস থেকেই বন্যার প্রকোপ পড়েছিল বাংলাদেশে। তবে পর পর তিন দফায় বন্যার আছড়ে পড়া বাংলাদেশের অবস্থা আরও করুণ করে তুলেছে। প্রতিদিনই সেই অবস্থার অবনতি হয়ে চলেছে ক্রমাগত। বাংলাদেশের মধ্যাঞ্চলের জেলাগুলিতে জলস্তর বেড়েছে আরও বেশ খানিকটা। অন্যদিকে রাজধানী ঢাকার নিচু অঞ্চলগুলিও প্লাবিত হয়েছে বন্যার জলে। সব মিলিয়ে এখনও অবধি ক্ষতিগ্রস্ত ৩১টি জেলা।

জলমগ্ন বাংলাদেশের ছবি এখন অত্যন্তই করুণ। বহু জায়গাতেই জল জমে রয়েছে কোমরেরও বেশি। বাধ্য হয়েই নৌকায় খোলা আকাশের নিচেই রাত কাটাচ্ছেন অনেকে। পাশাপাশি নদী তীরবর্তী অঞ্চলগুলিতে বন্যার কারণে বেড়েছে ভাঙন। নদী সংলগ্ন বহু মানুষের ঘরবাড়িই তলিয়ে গেছে নদীগর্ভে। যে সকল বাড়ি এখনও দাঁড়িয়ে রয়েছে, জল জমে থাকায় তাদেরও দুর্বল হয়েছে পরিকাঠামো। পদ্মা এবং যমুনা, দুই নদীই ফুঁসছে রীতিমতো। চাষের জমিও জলের তলায়। সেইসঙ্গে নষ্ট হয়েছে আগামী বছরের জন্য যত্নে তুলে রাখা আমনের বীজ, দানা শস্য।

বাংলাদেশের বিভিন্নপ্রান্ত থেকেই অভিযোগ উঠছে, পর্যাপ্ত ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার মানুষ। বন্যা দুর্গতদের সাহায্যের নানান পরিকল্পনা নেওয়া হলেও, তা পৌঁছাচ্ছে না মানুষের কাছে। উদ্ধারের তৎপরতাও দেখাচ্ছেন না প্রশাসনিক নেতা এবং সমাজসেবকরা। এমনটাই দাবি সাধারণের।

তবে প্রশাসন জানাচ্ছে, গত বছরের তুলনায় এবছর বেশি পরিমাণ ত্রাণ বরাদ্দ করা হয়েছে। কিন্তু পরিস্থিতি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আধিকারিকদের কাছে। এই বছর বাড়ানো হয়েছে আশ্রয়কেন্দ্রের সংখ্যাও। সারা বাংলাদেশে রয়েছে ১৬০০টির বেশি বন্যাকেন্দ্র। কিন্তু মহামারীর আবহে সামাজিক দূরত্ব মেনে মানুষদের রাখার জন্য, জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না অনেককেই। তেমনই ক্ষয়ক্ষতির পরিমাণ বিবেচনা করেই নির্ধারণ করা হচ্ছে ত্রাণের পরিমাণ।

সরকারি আধিকারিকেরা জানাচ্ছেন অগস্টের প্রথম সপ্তাহের শেষ থেকে বন্যার জল কমতে পারে। কিন্তু সবটাই এখনও অবধি সম্ভাবনার স্তরে। বৃষ্টিপাত বাড়লে আরও দীর্ঘস্থায়ী হতে পারে বাংলাদেশের বন্যা। ১৯৮৮তে দু’মাস স্থায়ী হয়েছিল বন্যা। তারপর এই বছর এক মাসেরও বেশি সময় ধরেই বাংলাদেশে তাণ্ডব চালাল নদীর ফুলে-ফেঁপে ওঠা জলস্তর।

আরও পড়ুন
একাধিক বন্যায় ক্ষতিগ্রস্ত ভারতের প্রায় ২৪ লক্ষ শিশু, চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘের

Powered by Froala Editor

More From Author See More