মাথায় রংবাহারি পাগড়ি, গায়ে পাটভাঙা নতুন পোশাক, গলায় মালা। সেইসঙ্গে লোকজনের ভিড়, বাজনা-বাদ্যি দেখে বোঝাই যায়, নতুন জামাইকে স্বাগত জানাচ্ছে গোটা গ্রাম। মাড়োয়াড়ি বা মারাঠি বিবাহে এই দৃশ্য খুব চেনা। কিন্তু যে জিনিসটা অবাক করার মতো, তা হল নব-জামাতার বাহন। সাধারণত, ঘোড়ার গাড়িতে কিংবা ঘোড়ার পিঠে চেপেই শ্বশুরবাড়িতে পদার্পন করেন জামাই। তবে এখানে তাঁকে চাপানো হয়েছে গাধার পিঠে। রীতিমতো জোর করেই। ব্যাপারটা কী?
বছর ঘুরে দোরগোড়ায় এসে হাজির হয়েছে বসন্ত উৎসব— হোলি (Holi)। দেশজুড়ে তার প্রস্তুতিও চরমে। বাজার ছেয়েছে আবির আর রঙের বাহারে। তবে শুধু রঙের খেলাই নয়, ভারতের ভিন্ন ভিন্ন প্রান্তে হোলির সঙ্গে মিশে রয়েছে অদ্ভুত সব রীতি। যার কিছু কিছু হাস্যকর, আবার কখনও আতঙ্কেরও বটে। ঠিক তেমনই এক অদ্ভুত প্রথা রয়েছে মহারাষ্ট্রের বিড জেলার তহসিল ভিদা গ্রামে। নব-জামাতাকে গাধার পিঠে চাপিয়েই সেখানে উদযাপিত হয় হোলি।
আজ থেকে প্রায় এক শতাব্দী আগের কথা। গ্রামেরই এক প্রভাবশালী ব্যক্তিত্ব আনন্দরাও দেশমুখ প্রথম প্রচলন করেন এই রীতির। হোলির সময় নিজের জামাইকে গাধার পিঠে চাপিয়ে গোটা গ্রাম ঘুরিয়েছিলেন তিনি। আলাপ করিয়েছিলেন পাড়া-প্রতিবেশীদের সঙ্গে। সেই থেকেই নব-জামাতাকে গাধার পিঠে চড়ানো রীতি ও ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে মহারাষ্ট্রের এই গ্রামে।
ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় হোলি। আর ঠিক তার পরের দিনই মহারাষ্ট্রের এই গ্রামে আয়োজিত হয় ধুলান্দি উৎসব। সেদিনই এমন ‘অত্যাচার’ চলে নব-জামাতার ওপর। নতুন পোশাক পরিয়ে তাঁকে চাপানো হয় গাধার পিঠে। তারপর প্রদক্ষিণ করানো হয় গোটা গ্রাম। ভোর ৬টা থেকে শুরু হয় এই গর্দভযাত্রা। বেলা ১১টায় তার রেশ পড়ে গ্রামের হনুমান মন্দিরে গিয়ে।
আরও পড়ুন
কবি মাত্রেই পুরুষ নয়, প্রথা ভেঙে মহিলা কবিদের আসর সোমালিয়ায়
হোলির দিন চারেক আগে থেকেই গ্রামবাসীরা বৈঠক করেই ঠিক করে রাখেন নির্দিষ্ট জামাইকে। হোলির আগের দিনই রীতিমতো অপহরণ করেই নিয়ে আসা হয় তাঁকে। ব্যবস্থা করা হয় কড়া পাহারার। এই প্রথা নব-জামাতার কাছে যে আতঙ্কের থেকে কম কিছু নয়, তা বলার অপেক্ষা থাকে না। তবে তাঁর লাভও কম কিছু হয় না। গ্রাম প্রদক্ষিণ করে হনুমান মন্দিরে পৌঁছানোর পর ‘রাজার যত্ন’ পান তিনি। গোটা গ্রামের মানুষজনই তাঁকে হাজির থাকেন নানান উপহার নিয়ে। বলতে গেলে মহারাষ্ট্রের এ প্রথা যেন চাঁদা তুলে অপমান করারই সমার্থক…
আরও পড়ুন
জ্বলন্ত মশাল দিয়ে মাছ শিকার! মৃত্যুর পথে তাইওয়ানের প্রাচীন প্রথা
Powered by Froala Editor
আরও পড়ুন
সেনাবাহিনীতে নিয়োগের জন্য কুমারীত্ব পরীক্ষা! ইন্দোনেশিয়ার ঘৃণ্য প্রথার ইতি