টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারতের সর্বনিম্ন স্কোর, লজ্জার মুখে বিরাট-বাহিনী

প্রথম ইনিংসে ৫৩ রানের লিড নিয়েই ক্রিজে নেমেছিল ভারত। ম্যাচের গতিবিধি দেখে বিশেষজ্ঞদের ধারণা ছিল পরিচালকে আসনে রয়েছে বিরাটের দলই। কিন্তু, তৃতীয় দিনের শুরুতেই মুখ থুবড়ে পড়ল ভারতীয় ক্রিকেট টিম। মাত্র ৩৬ রানের মধ্যেই মাঠ ছাড়তে হল ভারতকে। শুধু অপ্রত্যাশিত বললেও যেন কম বলা হয়। টেস্ট ক্রিকেটের এক ইনিংসে এটাই সর্বনিম্ন রান ভারতের। 

গতকাল খেলা শেষের আগে ভারতের সংগ্রহ ছিল ৯ রান, এক উইকেটে। আশা ছিল তৃতীয় দিনে দলের লিড পৌঁছাবে ৩০০-র কাছাকাছি। তবে দিবাস্বপ্ন হয়েই রয়ে গেল সেই সম্ভাবনা। ম্যাচের শুরুতেই কামিন্সের হাতে ক্যাচ তুলে দিলেন বুমরা। সেটাই যেন টার্নিং পয়েন্ট হয়ে গেল অস্ট্রেলিয়ার। সেখান থেকে পর পর তিন তিনটি উইকেট। স্কোরবোর্ড যখন মাত্র ১৫ রানে থমকে আছে, তখন শূন্য রানেই ফিরে গেলেন আজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা। প্রথম ইনিংসের মতোই ব্যর্থ ওপেনার মায়াঙ্ক আগারওয়ালও। নিষ্প্রভ দেখাল বিরাটের ব্যাটকেও। মাত্র চার রান করেই গ্রিনের হাতে ক্যাচ তুলে দিলেন অধিনায়ক। শেষ অবধি দ্বিতীয় ইনিংসে ভারতের সংগ্রহ ৯ উইকেটে ৩৬ রান। চোট পেয়ে মাঠ ছাড়লেন শামি। অন্যদিকে হ্যাজেলউড একাই নিলেন ৫টি উইকেট।

এর আগে টেস্টের ইতিহাসের ভারতের সর্বনিম্ন স্কোর ছিল ৪২। ১৯৭৪ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে লজ্জার হার হারতে হয়েছিল ভারতকে। এবার সেই ধাক্কাও যেন ছাপিয়ে গেল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমে। উল্লেখ্য আন্তর্জাতিক ক্রিকেটের সব বিভাগ মিলিয়ে ৮৮ বছরে এটাই ভারতের সর্বনিম্ন রান। পাশাপাশি এই শতকের আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের সর্বনিম্ন স্কোর ছিল বাংলাদেশের নামে। ২০১৮ সালে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪৩ রান। তার থেকেও তলানিতে এসে ঠেকল ভারতের স্কোরকার্ড।

মাত্র ৯০ রানের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে অজি বাহিনী। তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতির আগে অস্ট্রেলিয়ার সংগ্রহ শূন্য উইকেটে ১৫ রান। ম্যাচে নেই মহম্মদ শামিও। খেলা চলাকালীন বল হাতে পিচে ফিরতে পারবেন তিনি, সেই সম্ভাবনাও প্রায় নেই বললেই চলে। ফলে অনেকটাই যেন হাত থেকে বেরিয়ে গেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ। কোনো মিরাকল ছাড়া জেতার সম্ভাবনা নেই ভারতের কাছে।

কিন্তু এই লজ্জাজনক ইনিংসই ভারতের ব্যাটিং লাইন-আপকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে। ভারতীয় দলের ব্যাটিং-ই যেখানে মূল অস্ত্র ছিল অজিদের বিরুদ্ধে, সেখানে এমন পারফর্মেন্স নিয়েই তৈরি হচ্ছে ধন্ধ। শুরুতেই জশপ্রিত বুমরাকে কেন মাঠে নামানো হল উত্তর নেই কোনো। পাশাপাশি দল গঠন নিয়েও জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। পৃথ্বী শ দীর্ঘদিন অফ-ফর্মে থাকার পরেও কেন দলে রাখা হল তাঁকে, প্রশ্ন চিহ্নের সামনে সেই সিদ্ধান্তও। সব মিলিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মুখ থুবড়ে পড়া নিয়ে উঠে আসছে একাধিক বিতর্ক। এখন দেখার পরবর্তী ম্যাচগুলিতেও এই ধাক্কা কতটা কাটিয়ে উঠতে পারে ভারত...

Powered by Froala Editor

আরও পড়ুন
টিম ম্যানেজমেন্টের অবহেলা, মানসিক অত্যাচার; অবসর নিলেন পাক ক্রিকেটার মহম্মদ আমির

Latest News See More