এক দিনে করোনায় মৃত ৫০০-রও বেশি! নয়া রেকর্ড ভারতে

করোনার ভ্যাকসিন এবং ‘আনলক-২’ নিয়ে আপাতত চর্চা দেশে। নতুন তৈরি করা ভ্যাকসিনে আশার আলো দেখছেন ডাক্তাররা। কিন্তু করোনার সংক্রমণ থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। প্রতিদিন নয়া রেকর্ড তৈরি করছে ভারতের কোভিড পরিস্থিতি। এবার গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কারণে মারা গেলেন ৫০৭ জন।

ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা দিনরাত পরিশ্রম করে চলেছেন। কিন্তু করোনা সংক্রমণ আটকানো যাচ্ছে না। সেইসঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। নতুন করে ৫০৭ জন মারা যাওয়ার পর মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৭,৪১০ জনে। সেইসঙ্গে আক্রান্তের সংখ্যাও বেড়ে চলেছে। গত একদিনে ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮,২৫৬ জন! যার জেরে মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫ লাখ ৮৫ হাজার ৮০০-তে। গোটা বিশ্বের নিরিখে চতুর্থ স্থানে রয়েছে আমাদের দেশ। ভারতের ভেতরে এখনও সব দিক দিয়ে শীর্ষস্থান দখল করে আছে মহারাষ্ট্র। সব মিলিয়ে করোনা পরিস্থিতি নিয়ে এখনও ভাবতে হবে, পরিকল্পনা করতে হবে— এমনটাই মত বিশেষজ্ঞদের। 

তবে এসবের পাশাপাশি সুস্থতার হারও যথেষ্ট ভালো। এখনও অবধি ৩ লাখ ৪৭ হাজার জন মানুষ করোনাকে জয় করেছেন। আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পাশে সুস্থও হচ্ছেন মানুষ। চিকিৎসকদের আশা, নতুন ভ্যাকসিনটির হিউম্যান ট্রায়ালের পর যদি সাফল্য আসে, তাহলে পরিস্থিতি আরও ভালোর দিকে যাবে। আপাতত সেই আলোর দিকেই তাকিয়ে আছে আপামর জনসাধারণ। 

Powered by Froala Editor

Latest News See More