লকডাউন আফ্রিকায়, রাস্তায় শুয়ে রোদ পোহাচ্ছে সিংহের গোটা পরিবার

এই মুহূর্তে পৃথিবীর দিকে তাকালে মনে হবে, একটা সর্বগ্রাসী যুদ্ধ চলছে। যুদ্ধই বটে, করোনার বিরুদ্ধে লড়ছি আমরা সকলেই। বিশ্বের প্রতিটি জায়গায় কাজকর্ম সব থমকে আছে শুধু এর জন্যই। তবে সব কিছু থেমে নেই। পশুপাখিরা অন্তত নিজেদের মতো করে আনন্দ করে যাচ্ছে। এই মুক্ত পরিবেশে তারাও খোলা হাওয়া পেয়েছে। সেই চেহারাই দেখা গেল আফ্রিকার রাস্তায়। যেখানে বহাল তবিয়তে শুয়ে রোদ পোহাচ্ছে সিংহের দল।

এমনিতেই ‘তিনি’ হলেন পশুদের রাজা। তাই বলে এমন সময় একটু রাজকীয় বিশ্রামও নেবেন না? সাউথ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কের ভেতর সেই বিশ্রামের ছবিই দেখা গেল। দুপাশে বন, জঙ্গল; মাঝখানে চলে গেছে ছোট্ট পিচের রাস্তা। তার ওপরেই শুয়ে আছে সিংহ পরিবার। কোনোরকম জ্বালাতন সহ্য করতে হচ্ছে না; মনের সুখে দিবানিদ্রা দিচ্ছেন ‘তাঁরা’। একটা সময় যে রাস্তা পর্যটক, ফটোগ্রাফারদের দখলে থাকত, আজ সেসব ফাঁকা। এটাই তো আসল সুযোগ! এমনকি এদের ব্যবহারেও বেশ কিছু বদল এসেছে বলে জানাচ্ছেন ক্রুগার কর্তৃপক্ষ।

করোনা সংক্রমণের কারণে ২৫ মার্চ থেকে দর্শকদের জন্য সম্পূর্ণ বন্ধ এই ন্যাশনাল পার্ক। কিন্তু অন্যান্য কাজকর্ম চলছে ভেতরে। তার মধ্যেই এই ছবি সামনে আসায় আপ্লুত পশুপ্রেমীরা। বিশ্বের করোনা পরিস্থিতির জন্য অনেক জায়গাতেই জারি আছে লকডাউন। আর এর জন্য দূষণও অনেক কমে গেছে। সেখানেই পোয়া বারো প্রাণীদের। কখনও ইতালি, কখনও ভারত— সমস্ত জায়গায় পশু পাখিরা মনের সুখে বাইরে বেরিয়ে এসেছে। যদি ঠিকঠাক সহাবস্থানে থাকা যায়, তাহলে পৃথিবীটা যে কী ভীষণ সুন্দর হতে পারে, তার প্রকৃষ্ট উদাহরণ এই ঘটনাগুলো। যার সাম্প্রতিক সংযোজন আফ্রিকা।

Latest News See More