করোনার প্রভাবে থমকে আছে গোটা বিশ্ব। থমকে আছে আমাদের আনন্দ, উৎসব, পার্বণও। তাই বাংলা নববর্ষ এলেও, মানুষজন ঘরে থেকেই সেটা উদযাপন করেছে। এপার বাংলার মতো বাংলাদেশেও নতুন বছর নীরবে কেটে গেছে। তার মধ্যেই নতুন আয়োজন করেছিল বাংলাদেশের সমাজতান্ত্রিক দল। নববর্ষের নতুন দিনেই দুঃস্থ মানুষদের জন্য বিশেষ ত্রাণ শিবিরের উদ্যোগ নেয় তাঁরা। ওই মানুষগুলো যাতে দু’মুঠো খেতে পারে, তারই চেষ্টা করল এই দলটি।
অন্যান্য বছর বাংলাদেশের নানা জায়গার মতো বরিশালেও পয়লা বৈশাখ উপলক্ষে নানা আয়োজন করা হয়। গান গেয়ে, মিছিল করে নতুন বছরকে স্বাগত জানানো হয়। সমস্ত রকম মানুষরাই এই সমাবেশে যোগদান করেন। কিন্তু করোনার জন্য এই বছর সেই সব আয়োজনে ভাটা পড়েছে। এমন পরিস্থিতিতে বিপদ যাতে না বাড়ে, তারই চেষ্টা করছে বাংলাদেশ সরকার। তাই এই বছরের জন্য নববর্ষের সমস্ত উৎসব বন্ধ রাখা হয়েছিল।
দেশের এই সামগ্রিক পরিস্থিতিতে বিপদে পড়েছেন দরিদ্র মানুষজন। তাঁদের আয় তো বন্ধ হয়ে যাচ্ছেই, খাবার ব্যবস্থাও থাকছে না। এমন অবস্থাতেই এগিয়ে এল বাংলাদেশ সমাজতান্ত্রিক দল। পয়লা বৈশাখের দিনই বরিশালে দরিদ্রদের মধ্যে বিলি করা হল খাদ্যদ্রব্য। সংগঠনের ‘মানবতার বাজার’ থেকেই এই উদ্যোগ করা হয়েছে। চাল, ডাল-সহ সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস এখানে রাখা হয়েছে। দরিদ্র রেশনকার্ডধারী মানুষরা এসে সেসব বিনামূল্যেই নিয়ে যেতে পারছেন। এর পাশাপাশি থাকছে ইলিশ, জিলিপি, মুড়ি-সহ অন্যান্য জিনিসও। এই ভয়ংকর পরিস্থিতিতে, এই দরিদ্র মানুষগুলোর পেট যাতে ভর্তি থাকে, সেই ব্যবস্থাই করছেন তাঁরা। এইভাবেই নতুন বছরকে সবার মধ্যে ছড়িয়ে দিল বরিশাল।