গোটা দেশ জুড়ে এখন বিদেশি পর্যটকদের ঢল দেখা যায় প্রায় সারাবছরই। নানান দেশ থেকে বহু মানুষ ভারতের প্রকৃতি, সংস্কৃতি ইত্যাদি জানতে বা দেখতে ছুটে আসেন। আর এ-কারণেই ভ্রমণ এবং পর্যটন বিভাগে বেশ কয়েকধাপ এগিয়ে এল ভারত।
বিয়েননিয়ালের করা একটি সমীক্ষা থেকে জানা গেছে যে ,২০১৭ সালের পর প্রায় ছয় ধাপ উঠে এসে এই বিভাগে ভারতের বর্তমান ক্রম ৩৪।
পাশাপাশি এও জানা গেছে, পরিকাঠামোর দিক থেকে ভারত মাত্র তিন ধাপ উঠে এসেছে, যা খুব কম বলে মনে করছেন অনেকেই।
রিপোর্ট অনুযায়ী, চিন, ভারত, মেক্সিকো, থাইল্যান্ড, ব্রাজিল, মালয়েশিয়া হল এমন কয়েকটি দেশ, যারা অর্থনৈতিক দিক থেকে উচ্চ আয়ের না হলেও ভ্রমণ ও পর্যটন বিভাগে প্রথম পঁয়ত্রিশটি দেশের মধ্যে অবস্থান করে।
গোটা দেশের অর্থনীতি যখন পড়তির দিকে, তখন বিশ্ব ভ্রমণ ও পর্যটন বিভাগের এই সার্বিক উন্নতি কিছুটা আশার আলো দেখাবে বলেই বিশ্বাস।