হিমালয় বলতেই চোখের সামনে ভেসে ওঠে অনন্ত শৈত্যের দেশ। তবু তার মধ্যেও নানা ধরনের বৈচিত্র্য দেখা যায়। পাহাড়ি অঞ্চলে সামান্য দূরত্বের ব্যবধানেই আবহাওয়ার চরিত্র অনেকটা বদলে যায়। কোথাও উপত্যকা, কোথাও শৃঙ্গ। কোথাও শীতল মরুভূমি তো কোথাও আরও শুষ্ক অঞ্চল। তবে সমস্ত অঞ্চলের আবহাওয়ার পুঙ্খানুপুঙ্খ বিবরণ পাওয়া সত্যিই কঠিন। তবে এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে। কাশ্মীরের পার্বত্য উপত্যকায় গড়ে উঠতে চলেছে দেশের সবচেয়ে উঁচু আবহাওয়া কেন্দ্র। সম্প্রতি লে সীমান্তে উদ্বোধন হয়ে গেল সেই কেন্দ্র।
অরুণাচলপ্রদেশের ইটানগরের পর হিমালয়ের বুকে দ্বিতীয় আবহাওয়া কেন্দ্র গড়ে তুলল ভারতের আবহাওয়া বিভাগ। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ৩৫০০ মিটার। মঙ্গলবার ইন্টারনেটের মাধ্যমে এই কেন্দ্রের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ হর্ষবর্ধন। অনুষ্ঠানে তিনি জানালেন, লাদাখ অঞ্চলে এই আবহাওয়া কেন্দ্র পররাষ্ট্রনীতির দিক থেকে অতি গুরুত্বপূর্ণ। সীমান্তে সেনাদের জন্য আবহাওয়ার খুঁটিনাটি তথ্য জানা অতি প্রয়োজনীয়। লাদাখের লেফট্যানেন্ট জেনারেল আরকে মাথুর জানিয়েছেন, আশেপাশের সমস্ত অঞ্চলের আবহাওয়ার তথ্য সংগ্রহ করবে এই কেন্দ্র। আবহাওয়া বিভাগের কর্তাদের থেকে জানা গিয়েছে, মোবাইল অ্যাপ্লিকেশন এবং ডিসপ্লে বোর্ডের মাধ্যমে সমস্ত মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়া হবে।
শুধুই সেনাদের নয়, কাশ্মীরের আবহাওয়ার তথ্য সাধারণ মানুষের জীবনকেও অনেক সহজ করে তুলবে। সেইসঙ্গে ভূমিকম্পের তথ্যও সংগ্রহ করা হবে এই কেন্দ্র থেকে। কৃষিকাজও অনেকটাই সহজ হবে। আগামী দিনে এই কেন্দ্র যে কাশ্মীরের মানুষের জীবনযাত্রাকে বদলে দেবে, সে-কথা বলাই বাহুল্য।
Powered by Froala Editor