উপ-সাহারা অঞ্চলে ক্রমশ বাড়ছে মাদক-নির্ভরশীলতা, দায়ী নগরায়ন?

আফ্রিকা মানেই শুধু দক্ষিণ আফ্রিকা নয়, আফ্রিকা মানে সাহারা মরুভূমি এবং তার আশেপাশের এলাকা। আফ্রিকা মানে কৃষিকাজের জন্য নীলনদের উপর নির্ভরশীল হয়ে থাকা।  বছরের পর বছর সেই নির্ভরশীলতার বিনিময়ে প্রতারিত হওয়া। আর এই সমস্তকিছু মধ্যে একটু একটু করে জমা হয় অবসাদ। আর সেই অবসাদ নির্বাণ লাভ করে নেশার কাছে এসে।

আফ্রিকা মহাদেশের উত্তরাংশে ক্রমশ নেশার পরিমাণ যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে আতঙ্কিত হয়ে উঠেছে সম্মিলিত জাতিপুঞ্জও। জাতিপুঞ্জের তথ্য অনুযায়ী, উত্তর আফ্রিকার মাত্র এক চতুর্থাংশ দেশ নেশা এবং আইন নির্মাণ বিষয়ে তথ্য জমা দিয়েছে। বাকি দেশগুলি প্রায় এই বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। অন্যদিকে বিভিন্ন বেসরকারি সংস্থার সমীক্ষায় উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। দেখা গিয়েছে উপ-সাহারা অঞ্চলের ১.৬ শতাংশ মানুষই বেঁচে থাকার জন্য নানা ধরনের বেআইনি নেশার উপর নির্ভরশীল। আর এই সংখ্যাটা ল্যাটিন আমেরিকা বা দক্ষিণ এশিয়ার থেকেও বেশি।

আফ্রিকায় এভাবে নেশার প্রকোপ বৃদ্ধি পাওয়ার পরেও প্রশাসন উপযুক্ত নজর দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। সেইসঙ্গে এই নির্ভরশীলতার পিছনে বিভিন্ন কারণ খোঁজার চেষ্টা করেছেন বিশেষজ্ঞরা। তবে প্রায় প্রত্যেকের কথাতেই একটা সুর স্পষ্ট। উত্তর আফ্রিকার বদলে যাওয়া অর্থনীতিই এই ঘটনার পিছনে দায়ী। দ্রুত নগরায়নের ফলেই মানুষের মধ্যে জন্ম নিচ্ছে অবসাদ। আর তার পরিণতিতেই বাস্তব জগৎ থেকে দূরে সরে যেতে চাইছে মানুষ। বরং প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকার মধ্যে একটা প্রাণময়তা আছে। সেটাই এখন উত্তর আফ্রিকার দেশগুলোর জন্য খুব জরুরি।

Powered by Froala Editor