কোভিডজাত সাইটোকাইন স্টর্মের রহস্যভেদ কলকাতার গবেষকদের

কোভিডের সংক্রমণ পরবর্তী ৫ থেকে ১০ দিন সবথেকে গুরুত্বপূর্ণ। দ্বিতীয় তরঙ্গ চলাকালীন সময়ে বার বার চিকিৎসকদের মুখে শোনা যাচ্ছিল এমনটাই। কারণ সংক্রমণ পরবর্তী এই সময়সীমার মধ্যেই হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি হতে দেখা যাচ্ছিল আক্রান্তদের। কেউ কেউ চলে যাচ্ছিলেন মাল্টিঅর্গান ফেলিয়োরের দিকেও। এই প্রসঙ্গে অতি পরিচিত হয়ে উঠেছিল সাইটোকাইন স্টর্ম শব্দবন্ধটি। এবার এই রহস্যের সূত্র খুঁজে বার করলেন কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের একদল বিজ্ঞানী।

গবেষকরা জানাচ্ছেন, একটি বিশেষ ধরনের রাসায়নিক নিঃসরণের মাধ্যমে আক্রান্ত দেহাংশগুলিকে চিহ্নিত করে দেহের রোগ প্রতিরোধকারী ব্যবস্থা। শারীরবৃত্তীয় এই পদ্ধতিটিকে বিজ্ঞানীর পরিভাষায় বলা হয় কোরাম সেন্সিং। এই ঘটনার জন্য মূলত দায়ী থাকে জেলসোলিন নামের একটি বিশেষ প্রোটিন। কোভিডের সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ এই প্রোটিনটির নিঃসরণ কমতে থাকে মানুষের দেহে। ফলত, আক্রান্ত কোষ কিংবা জীবাণুগুলিকে আলাদাভাবে শনাক্ত করতে পারে না দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা। আর তার ফলাফল হয় মারাত্মক। জীবাণু ধ্বংসের জন্য নিঃসৃত ম্যাক্রোফেজের পরিমাণ ক্রমেই বাড়াতে থাকে দেহের রোগ প্রতিরোধকারী কোষগুলি। তাতে, জীবাণুর পাশাপাশি ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয় দেহের বিভিন্ন অভ্যন্তরীণ কলা। যা চিকিৎসার পরিভাষায় সাইটোকাইন স্টর্ম।

গবেষণাটির নেতৃত্ব দিয়েছিলেন আইআইএসইআরের অধ্যাপক পার্থসারথি রায়। জড়িত ছিলেন রেশমা শর্মা, বিনীতা গোস্বামী, সুখেন দাস, অভিষেক গুহ প্রমুখ গবেষকরাও। বাঙালি গবেষকদের এই আবিষ্কারকে সম্প্রতি স্বীকৃতি জানিয়েছে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ইমিউনোলজি। গবেষণাপত্রটি প্রকাশ পেয়েছে প্রথম সারির গবেষণাপত্র ‘জার্নাল অফ ইমিউনোলজি’-তে। 

এর আগেই অবশ্য কোভিড আক্রান্তদের রক্তের নমুনায় জেলসোলিন প্রোটিনের মাত্রা কমে যাওয়ার ঘটনা ধরা পড়েছিল বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু সেটাই যে সাইটোকাইন স্টর্মের মূল কারণ, তা অধরাই ছিল গবেষকদের কাছে। সেই জায়গায় দাঁড়িয়ে সাম্প্রতিক এই আবিষ্কারকে যুগান্তকারী বলেই মনে করছেন গবেষকরা। আগামীদিনে এই গবেষণা, সাইটোকাইন স্টর্মের স্থায়ী সমাধান খুঁজে দেবে বলেই আশাবাদী কলকাতার গবেষকরা। তাতে শুধু কোভিড আক্রান্তরাই নন, উপকৃত হবেন অন্যান্য মুমূর্ষু রোগীরাও…

আরও পড়ুন
পরিযায়ী কর্মীরাই কোভিডযোদ্ধা, বাঙুরে মরণপণ লড়াই সহদেব-জহিরুলদের

Powered by Froala Editor

আরও পড়ুন
প্রয়াত কোভিডযোদ্ধাদের সম্মান জানাতে বিশেষ মেমোরিয়াল নলবনে

Latest News See More