নভেম্বরে ভারতে শিখরে পৌঁছোবে সংক্রমণ, বলছে আইসিএমআরের গবেষণা

মারণ ভাইরাসের সংক্রমণের নিরিখে এখন ভারতের স্থান পৃথিবীতে চতুর্থ। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে তিন লাখ। তবে গত এক সপ্তাহে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। দিনে প্রায় দশ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন প্রতিদিন। তবে এখানেই শেষ নয়। আরও ভয়ঙ্কর হতে চলেছে পরিস্থিতি। তারই আভাস দিলেন বিজ্ঞানীরা। বলা হচ্ছে, জুলাই বা আগস্টে ভাইরাসের পরিস্থিতি আয়ত্তে আসার সম্ভাবনা অত্যন্তই ক্ষীণ। বরং নভেম্বরে সংক্রমণ চূড়ান্ত শিখরে পৌঁছাবে।

নভেম্বরের সংক্রমণের চিত্র যে রূপ হবে, তাতে স্বভাবতই দেখা দিতে পারে চিকিৎসার সমস্যা। দেশের স্বাস্থ্য পরিকাঠামো নভেম্বরের শুরু অবধি পরিস্থিতি সামাল দিলেও তারপরে প্রকট হতে পারে প্রয়োজনীয় ভেন্টিলেশন এবং আইসিইউয়েরও অভাব। সে ব্যাপারেই সতর্ক করেছে এই গবেষণা। তবে বিদেশি কোনো সংস্থা নয়, এই সমীক্ষা চালিয়েছেন দেশেরই স্বাস্থ্য সংস্থা আইসিএমআরের একটি বিশেষজ্ঞ দল। কাজেই সঠিক পরিসংখ্যান এবং বাস্তব অবস্থার ভিত্তিতেই এই সমীক্ষা, সে ব্যাপারে সন্দেহ নেই কোনো।

সরকার করোনার সংক্রমণের আবহেই অর্থনীতি সচল করতে শিথিল করেছিল লকডাউন। স্বাভাবিকের দিকেই ফিরছিল মানুষের যাপন। কিন্তু তাতে হয়তো আরো ত্বরাণ্বিত হয়েছে সংক্রমণ। বলাই বাহুল্য আগে থেকে এর পর্যাপ্ত ব্যবস্থা না নিলে ভয়ঙ্কর আকার ধারণ করতে চলেছে ভাইরাসের পরিস্থিতি। এখন দেখার, স্বাভাবিক জীবন সচল করার পরিবর্তে আবার কি লকডাউনের পথেই হাঁটবে সরকার?

Powered by Froala Editor

আরও পড়ুন
করোনা-সতর্কতায় কলার টিউনের নেপথ্যে রয়েছেন যে শিল্পী

Latest News See More