কবিতার বই লিখেও মেলে আন্তর্জাতিক স্কলারশিপ, দেখাল এই কিশোরী

কয়েকদিন আগেই হায়দ্রাবাদ-ধর্ষণ কাণ্ডে উত্তাল হয়েছিল গোটা দেশ। তারপর, অভিযুক্তদের এনকাউন্টারে হত্যা করা নিয়েও বিতর্কের শেষ নেই। সেই রেশ ফুরোতে-না-ফুরোতেই আবার শিরোনামে উঠে এল ওই শহর। এবার অবশ্য অর্জনের নিরিখে। হায়দ্রাবাদের মেয়ে শ্রষ্ঠা কাল্লি অস্ট্রেলিয়ায় পেয়েছেন ‘চেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ স্কলারশিপ।

শ্রষ্ঠার বয়স এখনও উনিশ পেরোয়নি। কিন্তু এর মধ্যেই কবি হিসেবে তিনি সমাদৃত। ‘ওয়াইন্ড উইংস’ কবিতার বইয়ের জন্য অস্ট্রেলিয়ার ওলোনগং ইউনিভার্সিটি থেকে পেয়েছেন ৫০ লক্ষ টাকার এই স্কলারশিপ। সারা বিশ্বের বহু মানুষ এই স্কলারশিপের জন্য আবেদন করলেও, শেষ পর্যন্ত পেয়েছেন মাত্র দুজন। তাদেরই একজন হায়দ্রাবাদের এই তরুণী। মূলত যাঁরা পড়াশোনার খরচ ঠিকমতো চালাতে পারেন না, তাঁদেরই দেওয়া হয় এই স্কলারশিপ।

শ্রষ্ঠার এমন অর্জন, তাও কবিতার বইয়ের জন্য – সত্যিই বিরল। ওলংগং ইউনিভার্সিটির ম্যানেজার পিটার মুরে ও আরও অনেকের উপস্থিতিতে হায়দ্রাবাদে তাঁকে অ্যাডমিশন লেটারটি তুলে দেওয়া হয়। প্রথম ভারতীয় হিসেবে শ্রষ্ঠার এই জয় দেশের প্রত্যেকটি মানুষের কাছে সত্যিই গর্বের।