কোভিড-যুদ্ধে হায়দ্রাবাদের সাইক্লিস্টরা; দু’চাকায় ভর করেই পৌঁছে যাচ্ছে অক্সিজেন, ওষুধ

করোনা ভাইরাসের দ্বিতীয় তরঙ্গের আঘাতে ভারতে প্রতিদিনই আক্রান্ত হচ্ছে তিন লক্ষাধিক মানুষ। আর তার জেরেই ভেঙে পড়েছে দেশের গোটা স্বাস্থ্য ব্যবস্থা। শয্যা নেই হাসপাতালে। চারিদিকে হাহাকার অক্সিজেন এবং প্রয়োজনীয় ওষুধেরও। হোম আইসোলেশনেও নিস্তার নেই রোগীদের। এই কঠিন পরিস্থিতিতে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন স্বেচ্ছাসেবকরা। তারই এক অনন্য নজির গড়ল হায়দ্রাবাদ। এবার মুমূর্ষু রোগীদের কাছে সাইকেলে করেই অক্সিজেন, ওষুধ কিংবা প্লাজমা পৌঁছে দিচ্ছে হায়দ্রাবাদের এক বেসরকারি সংস্থার কর্মীরা।

সান্ত্বনা সালভান। পেশাগতভাবে আইটি ফার্মের প্রোগ্রাম ম্যানেজার তিনি। তবে এছাড়াও আরেকটি পরিচয় রয়েছে তাঁর। ‘হায়দ্রাবাদের সাইকেল মেয়র’। দূষণ ঠেকাতে দেশের বড়ো বড়ো শহরগুলিতে সাইকেলের ব্যবহার বাড়াতে উদ্যোগী হয়েছিলেন তিনি। সেই কারণেই তাঁকে এই উপাধি দিয়েছিল আমস্টারডাম ভিত্তিক সংস্থা ‘বিওয়াইসিএস’। মহামারীর এই কঠিন পরিস্থিতিতে সেই সাইকেলকেই হাতিয়ার করে নিলেন সালভান।

গত ৩০ এপ্রিল সোশ্যাল মিডিয়ায় নিজের ফোন নম্বর শেয়ার করেন সালভান। জানান, গৃহবন্দি প্রবীণদের যে কোনো সাহায্যের জন্যই তিনি প্রস্তুত। এককভাবেই তিনি শুরু করেছিলেন স্বেচ্ছাসেবকের কাজ। তবে তাঁর এই উদ্যোগ দেখে এগিয়ে আসেন তাঁর অফিসের সহকর্মীরা। কেউ আইটি প্রোগ্রামার আবার কেউ ম্যানেজার। রোগীর বাড়িতে অক্সিজেন সিলিন্ডার, ওষুধ, খাবার পৌঁছে দেওয়া হোক বা হাসপাতালে রক্ত, প্লাজমা, আইসিইউ শয্যার ব্যবস্থা করা— সাইকেলে চেপেই তাঁরা কোভিড-ম্যানেজমেন্টের দায়িত্ব তুলে নিয়েছেন এই পরিস্থিতিতে। সরকারের সহায়তা যেখানে পৌঁছাচ্ছে না, প্রতি মুহূর্তে নির্দ্বিধায় পৌঁছে যাচ্ছেন তাঁরা। 

সালভান নিজেদের এই ছোট্ট স্বেচ্ছাসেবী দলের নাম রেখেছেন ‘হায়দ্রাবাদ রিলিফ রাইডার্স’। তাঁদের এই উদ্যোগ ইতিমধ্যেই ব্যাপকভাবে প্রশংসা কুড়িয়েছে নগরবাসীর। হায়দ্রাবাদ-ভিত্তিক আরও দুই সাইক্লিস্ট গ্রুপ ‘হায়দ্রাবাদ সাইক্লিস্ট’ এবং ‘হ্যাপি হায়দ্রাবাদ’-ও বাড়িয়ে দিয়েছে সহযোগিতার হাত। লক্ষ্য, যেন আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এই পরিষেবা। সালভান জানিয়েছেন, করোনা মহামারীর পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্তই তাঁরা চালিয়ে যাবেন এই লড়াই। সকলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করলে, সেই দিন আসতে খুব বেশি দেরি নেই। এই কঠিন পরিস্থিতিতেও ভরসা যোগাচ্ছেন সালভানরা…

আরও পড়ুন
আগাম সতর্কতায় উপেক্ষা নেতৃত্বের, দ্বিতীয় তরঙ্গ নিয়ে চাঞ্চল্যকর দাবি কোভিড উপদেষ্টা ফোরামের

Powered by Froala Editor

আরও পড়ুন
বিশ্বজুড়ে বোঝাপড়ার অভাবেই বারবাড়ন্ত কোভিডের, জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Latest News See More