কয়েকদিন আগেই চলে গেছে মহরমের দিন। শোকের এই দিনে হাসান আর হুসেনের বলিদানকে স্মরণ করেন মুসলিম ধর্মাবলম্বীরা। ৬৮০ খ্রিষ্টাব্দে কারাবালা মরুপ্রান্তরের যুদ্ধের কাহিনি ইতিহাসের বইতে আমরা পড়েছি। কিন্তু এই যুদ্ধে হাসান আর হুসেনের সঙ্গে যারা যোগ দিয়েছিল, তাঁদের মধ্যে ছিলেন হিন্দু ব্রাহ্মণরাও— সেই খবর এর আগে পেয়েছেন বইতে?
হুসেইনি ব্রাহ্মণরা দাবি করেন, তাঁদের পূর্বপুরুষ কারাবালা মরুপ্রান্তরে হুসেনের সঙ্গে প্রাণ দিয়েছিলেন। সেই থেকেই এই ব্রাহ্মণদের নাম ‘হুসেইনি’ নাম হয়। তাঁদেরই এক বংশধর, সুনিতা ঝিংরানের মতে, সেই সময় রাহাব সিং দত্ত বলে একজন তাঁর সন্তানদের নিয়ে ইরানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। যিনি এই হুসেইনি ব্রাহ্মণদের একজন ছিলেন। পুত্রদের নিয়েই হুসেনের বাহিনীর সঙ্গে যুক্ত হন তিনি। অত্যাচারী খলিফা ইয়াজিদকে হারাতে তাঁরা প্রত্যেকে বদ্ধপরিকর ছিলেন। সেই যুদ্ধে কী হয়েছিল, সেটা তো আমরা সবাই জানি। হাসান, হুসেন—দুজনেরই শিরচ্ছেদ করা হয়। রাহাব সিং বেঁচে গেলেও, তাঁর পুত্ররা কারাবালা প্রান্তরেই মারা যান। দেশভাগের আগে অবধি এই ব্রাহ্মণ সম্প্রদায়টির বাস ছিল বর্তমান পাকিস্তানে। ’৪৭-এর পরে তাঁরা ভারতে চলে আসেন, এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েন। তাই কোনও নির্দিষ্ট জায়গায় এদের খোঁজ পাওয়া সম্ভব নয়। সত্যি সত্যি হিন্দুরা মহরমের যুদ্ধে অংশ নিয়েছিলেন কিনা, সেটা গবেষণার বিষয়। সত্যিই যদি সেটা হয়, তাহলে আজকের ধর্মীয় সন্ত্রাসে দীর্ণ ভারতের বুকে অতীত সম্প্রীতির আরও একটা নিদর্শন হয়ে থাকবে এটি। তবে শুধু নিদর্শনই হয়ে থাকবে কিনা, সেটা সম্পূর্ণ আমাদের ওপর।